কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ৪ হিজাবুল জঙ্গি সহ ৩ জওয়ান
Last Updated:
#শ্রীনগর: ফের জম্মু কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জওয়ান সহ এক স্থানীয় বাসিন্দার ৷ জখম আরও ৩ জওয়ান ৷ খতম চার হিজাবুল জঙ্গিও ৷ এখনও চলছে গুলি বিনিময় ৷
পিটিআই সূত্রে খবর, সেনার সঙ্গে গুলি বিনিময়ের সঙ্গে হিজাবুল জঙ্গিদের দলের আরও তিন জন গুরুতর আহত হন ৷ ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছে কুলগামের নিকটস্থ জঙ্গলে ৷ সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুলগামের নওপোরা ইয়ারিপোরা এলাকায় পলাতক বাকি হিজাবুল জঙ্গির খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে জওয়ানরা ৷
গোপন সূত্রে খবর পেয়ে কুলগামে এদিন জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে সেনা ও কাশ্মীর পুলিশের বিশেষ টিম ৷ জঙ্গিদের ঘিরে ফেলা হলে সেনাকে লক্ষ্য করে আচমকাই গুলি ছোঁড়ে তারা ৷ গুলির আঘাতে মৃত্যু হয় দুই ভারতীয় জওয়ানের ৷ নিহত এক সাধারণ গ্রামবাসীও ৷ জবাবে পাল্টা গুলি চালায় সেনা ৷ মারা যায় চার হিজাবুল জঙ্গি ৷
advertisement
advertisement
ওই চার হিজাবুল জঙ্গির মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে সেনা ৷ তাদের মধ্যে দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে ৷ মহম্মদ হাশিম ও মুদাসির তান্তিরি নামে ওই দুই জঙ্গি নিষিদ্ধ হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ৷
গত বছর সেনা-জঙ্গি এনকাউন্টারে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2017 11:32 AM IST