LS Speaker Om Birla || ভারতের শীর্ষ সাংবিধানিক পদে কোবিন্দের যাত্রা দেশের গণতন্ত্রের কাছে অনুপ্রেরণামূলক : ওম বিড়লা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
LS Speaker Om Birla || ওম বিড়লা বলেন, "জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রাষ্ট্রপতি কোবিন্দের অটল প্রতিশ্রুতি জনসেবার প্রতি তাঁর উৎসর্গের প্রমাণ।"
#নয়াদিল্লি: আজ, রবিবার শেষ হচ্ছে তাঁর মেয়াদ৷ সোমবার থেকে রাষ্ট্রপতির পদে নতুন মুখ৷ রামনাথ কোবিন্দের উত্তরসূরী হতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ তবে কোবিন্দের যাত্রাপথ খুব সহজ ছিল না৷ ছিল অনেকটা চরাই-উৎরাই৷ "উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে ভারতের শীর্ষ সাংবিধানিক পদে তাঁর যাত্রা দেশের গণতন্ত্রের কাছে বিস্ময়কর এবং অনুপ্রেরণামূলক", এমনটাই বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷ বিদায়ী রাষ্ট্রপতির জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিড়লা জানান, "রাজনৈতিক ন্যায্যতার প্রতি কোবিন্দের প্রতিশ্রুতি উত্তরসূরীদের অনুপ্রাণিত করবে।" সংসদের সেন্ট্রাল হলের একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় স্পিকার এও বলেন, "সংসদে রাষ্ট্রপতির ভাষণ তাঁর বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলির প্রতি গভীর উপলব্ধি এবং তাঁদের সমাধানের প্রতি নিজের অসীম আগ্রহকেই প্রতিফলিত করেছে বারবার। তাঁর ভাষণ অনুপ্রাণিত করেছে সমস্ত রাজনৈতিক দলকে। তাই সমস্ত দলের নেতাদের পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি৷ সমস্ত সাংসদ তাঁকে অভিভাবক হিসাবে দেখেছেন৷"
লোকসভা স্পিকার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, "জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রাষ্ট্রপতি কোবিন্দের অটল প্রতিশ্রুতি জনসেবার প্রতি তাঁর উৎসর্গের প্রমাণ। তিনি প্রমাণ করেছেন তিনি একজন বহুমুখী এবং সংবেদনশীল জনসেবক, জাতীয় স্বার্থ এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য তাঁর প্রচেষ্টা অগাধ৷"
advertisement
advertisement
১৯৯৪ সালে রাজনীতিতে প্রথম পা রাখেন এই দলিত নেতা৷ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন কোবিন্দ৷ ২০০৬ সালের মার্চ পর্যন্ত ১২ বছর পরপর দু’টি দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫-২০১৭ সালে বিহারের রাজ্যপাল৷ প্রায় ১৬ বছর দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছেন রামনাথ কোবিন্দ।
advertisement
গত শুক্রবার, ২২ জুলাই রামনাথ কোবিন্দের সঙ্গে বিদায়ী নৈশভোজের আয়োজন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোটেল অশোকায় বিদায়ী রাষ্ট্রপতির জন্য ছিল ব্যাপক আয়োজন। সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন কোবিন্দ। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা নয়াদিল্লির হোটেলে নৈশভোজে যোগ দেন। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2022 12:49 PM IST