#আগরতলা: ত্রিপুরায় পুরভোটের দিনই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্রকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ৷ আগামিকাল বৃহস্পতিবার, নারকেলডাঙা থানায় হাজিরা দিতে বলা হয়েছে সঞ্জয় মিশ্রকে (Kolkata Police Summons OSD of Biplab Deb)৷
যদিও এ বিষয়ে বিপ্লব দেবের (Biplab Deb) ওএসডি সঞ্জয় মিশ্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ত্রিপুরার (Tripura) বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি নিয়েই মুখ্যমন্ত্রীর ওএসডি-কে তলব করা হয়েছে৷
আরও পড়ুন: বিপ্লব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ, পুরভোটের ঠিক আগে ত্রিপুরায় ব্যাকফুটে বিজেপি
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ে একটি ট্যুইট করেছিলেন সঞ্জয় মিশ্র৷ কিন্তু সেই ট্যুইটে ভুল তথ্য ছিল বলে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সঞ্জয় মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবারই সঞ্জয় মিশ্রকে কলকাতায় এসে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷
আরও পড়ুন: হুমকি দেওয়ার অভিযোগ, এবার ফিরহাদের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়
প্রসঙ্গত, আগামিকালই ত্রিপুরায় পুরভোট৷ যে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিজেপি- তৃণমূল সংঘাত চরমে পৌঁছেছে৷ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে ত্রিপুরায় বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে৷ এমন কি, সায়নী ঘোষকে গ্রেফতারও করা হয়৷
রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ত্রিপুরা পুলিশ এই সমস্ত মামলা দায়ের করেছে বলে অভিযোগ তৃণমূলের৷ এবার সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ তুলছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biplab Deb, Kolkata Police, Tripura