Kolkata Police Summons OSD of Biplab Deb: ট্যুইটে ভুয়ো তথ্যের অভিযোগ, ভোটের দিনই বিপ্লব দেবের ওএসডি-কে তলব কলকাতা পুলিশের

Last Updated:

ত্রিপুরার বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি নিয়েই মুখ্যমন্ত্রীর ওএসডি-কে তলব করা হয়েছে (Kolkata Police Summons OSD of Biplab Deb)৷

বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্র৷
বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্র৷
#আগরতলা: ত্রিপুরায় পুরভোটের দিনই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্রকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ৷ আগামিকাল বৃহস্পতিবার, নারকেলডাঙা থানায় হাজিরা দিতে বলা হয়েছে সঞ্জয় মিশ্রকে (Kolkata Police Summons OSD of Biplab Deb)৷
যদিও এ বিষয়ে বিপ্লব দেবের (Biplab Deb) ওএসডি সঞ্জয় মিশ্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ত্রিপুরার (Tripura) বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি নিয়েই মুখ্যমন্ত্রীর ওএসডি-কে তলব করা হয়েছে৷
advertisement
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ে একটি ট্যুইট করেছিলেন সঞ্জয় মিশ্র৷ কিন্তু সেই ট্যুইটে ভুল তথ্য ছিল বলে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সঞ্জয় মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবারই সঞ্জয় মিশ্রকে কলকাতায় এসে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, আগামিকালই ত্রিপুরায় পুরভোট৷ যে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিজেপি- তৃণমূল সংঘাত চরমে পৌঁছেছে৷ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে ত্রিপুরায় বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে৷ এমন কি, সায়নী ঘোষকে গ্রেফতারও করা হয়৷
রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ত্রিপুরা পুলিশ এই সমস্ত মামলা দায়ের করেছে বলে অভিযোগ তৃণমূলের৷ এবার সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ তুলছে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kolkata Police Summons OSD of Biplab Deb: ট্যুইটে ভুয়ো তথ্যের অভিযোগ, ভোটের দিনই বিপ্লব দেবের ওএসডি-কে তলব কলকাতা পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement