#উত্তরপ্রদেশ: ফের ট্রেন দুর্ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশ ৷ লাইচ্যুত হয়ে গেল জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস ৷ স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে লাইনচ্যুত হয়ে যায় জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেসের ইঞ্জিন ৷ উত্তরপ্রদেশের আকবরপুর স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ৷ পরে অন্য ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ফের ছাড়া হয় ট্রেনটি ৷ দুর্ঘটনার জেরে ওই লাইনে বহুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ আটকে পড়ে বেশকিছু দুরপাল্লার ট্রেন ৷ এখনও লাইনচ্যুত ইনজিনটি সরানোর কাজ চলছে ৷
আরও পড়ুন: নিষেধ না মেনে সমুদ্রে সৎস্যজীবীরা, বঙ্গোপসাগরে নিখোঁজ ১০
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।