Kolkata Fire: নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তি, গৃহহীন বহু বাসিন্দা

Last Updated:

Kolkata Fire: অবশেষে মধ্যরাতের পর কিছুটা আয়ত্তে আসে আগুন। তবে দমকা বাতাসের জেরে মাঝে মাঝেই বাড়তে থাকে আগুনের শিখা।

News18
News18
কলকাতা : নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। শনিবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। দমকা বাতাসে নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন। দু’ ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। অবশেষে মধ্যরাতের পর কিছুটা আয়ত্তে আসে আগুন। তবে দমকা বাতাসের জেরে মাঝে মাঝেই বাড়তে থাকে আগুনের শিখা।
রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জানা যায়নি আগুন লাগার কারণ। দমলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন স্থানীয় বাসিন্দারাও। সিভিল ডিফেন্সের টিমও আগুন নেভানোর কাজ হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে শীতের রাতে গৃহহীন হন বস্তির বহু বাসিন্দা। এই ঘটনায় তাঁদের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kolkata Fire: নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তি, গৃহহীন বহু বাসিন্দা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement