জেডি(ইউ) থেকে একটি মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখান, তবে এনডিএ’র পাশে থাকার আশ্বাস নীতীশের
Last Updated:
#পটনা: নরেন্দ্র মোদির সরকারে যোগ দেওয়ার প্রস্তাবকে তাঁর দলের পক্ষে প্রত্যাখ্যান করলেন নীতীশ কুমার। শপথগ্রহণের ঠিক আগে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। তবে মোদির শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন ৷
নীতীশ কুমার জানিয়েছেন, মন্ত্রিসভায় মাত্র একজনকে নেওয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফে। যা হবে প্রতীকী অংশগ্রহণ। তাই তাদের দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভায় যোগ না-দেওয়ার কথা। তবে এটাকে বড় ইস্যু করতে চাননি নীতীশ কুমার।
তিনি জানান, মন্ত্রিসভায় যোগ না দিলেও তাঁদের সমর্থন এনডিএ-র সঙ্গেই রয়েছে। সূত্রের খবর, জেডি(ইউ)-এর সিদ্ধান্তের কথা জানতে পেরে নরেন্দ্র মোদি নিজে নীতীশ কুমারকে ফোন করেছিলেন। যদিও সিদ্ধান্তে অটল থাকেন নীতীশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নীতীশ কুমারের এই সিদ্ধান্ত পরের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। মাত্র একজন মন্ত্রীকে নিয়ে মোদি মন্ত্রিসভায় যোগ দিলে, বিরোধীরা প্রচার করবে, বিজেপির কাছে মাথা নত করেছে জেডিইউ, সেই সুযোগ দিতে চান না নীতীশ। তবে তাঁর দল যে এনডিএ’র পাশে রয়েছে সে কথাও জানিয়ে দেন তিনি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2019 3:29 PM IST