জুড়ি মেলা ভার, ঘর সাজানোর প্রতিটি জিনিস পাওয়া যায় এই দোকানে

Last Updated:

এখানে ঘর সাজানোর দোকানগুলি অনেকেরই মন কেড়ে নেবে। এখানে ঘর সাজানোর জন্য ছোট থেকে বড় সব ধরনের আইটেম পাওয়া যায়।

এই স্টোরে পাওয়া যায় সব
এই স্টোরে পাওয়া যায় সব
নয়াদিল্লি: প্রায়শই আমরা ঘর সাজানোর জন্য বাজার থেকে নানা ধরনের জিনিস কিনে থাকি, তবে এদের মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যা আকারে বড় হওয়ায় অনেকটা জায়গা দখল করে রাখে। যাঁরা এই ধরনের আইটেম কিনতে চান না, তাঁরা ঝুনঝুনুর ২ নম্বর রোডে একবার ঢুঁ মেরে আসতে পারেন। এখানে ঘর সাজানোর দোকানগুলি অনেকেরই মন কেড়ে নেবে। এখানে ঘর সাজানোর জন্য ছোট থেকে বড় সব ধরনের আইটেম পাওয়া যায়।
হোম ডেকোর স্টোরটি ঝুনঝুনুর ২ নম্বর রোডে সঙ্গম টাওয়ারের কাছে অবস্থিত। স্টোর ম্যানেজার মহম্মদ ফিরোজ আমাদের জানিয়েছেন যে, এখানে ঘর সাজানোর সব ধরনের সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বুদ্ধের মূর্তি, ফাউন্টেন, দেয়াল ঘড়ি এবং আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস। এখানে একসঙ্গে রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত, একটি বাড়ি সাজাতে যা যা জিনিসের দরকার হয় সব পাওয়া যায়।
advertisement
advertisement
গ্রাহকদের প্রথম পছন্দ
মহম্মদ ফিরোজ বলেন, ঘর সাজাতে পর্দার চাহিদা সবচেয়ে বেশি। এখানে ক্রাতারা বিভিন্ন রঙ এবং বৈচিত্র্যের পর্দা পাবেন, যা তাঁদের বাড়িতে এবং অফিসেও ব্যবহার করতে পারেন। পর্দা ছাড়াও ম্যাট্রেসেরও ব্যাপক চাহিদা রয়েছে এই দোকানে। বাড়ির সাজসজ্জা ছাড়াও, এখানে ক্রেতারা বিয়েতে উপহার দেওয়ার জন্য অনেক ধরনের বিকল্প উপহার কিনতে পারেন। এর মধ্যে রয়েছে ডিনার সেট, ক্যাস্ট্রোল সেট এবং ড্রাই ফ্রুট সেট সহ আরও নানা জিনিস।
advertisement
পণ্যের দাম
উপহারের দাম সম্পর্কে তথ্য দিতে গিয়ে মহম্মদ ফিরোজ জানিয়েছেন, তাঁদের কাছে ১৫০ টাকা থেকে শুরু করে আরও বেশি দামি জিনিসও রয়েছে। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এখান থেকে পণ্য কিনতে পারেন। যেমন, এখান থেকে ক্রেতারা মাত্র ১৫০ টাকায় সুন্দর সুন্দর ডিজাইনের কফি মাগ কিনতে পারেন। এছাড়াও এখানে দামি বা স্বল্প মূল্যের ডিনার সেট, কমফর্টার সেট এবং বিয়েতে উপহার দেওয়া মতো আরও নানা জিনিস কিনতে পাওয়া যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
জুড়ি মেলা ভার, ঘর সাজানোর প্রতিটি জিনিস পাওয়া যায় এই দোকানে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement