Beautiful Skin Tips: কাঁড়িকাঁড়ি টাকার ক্রিম ফেল, ছাড়ুন বিদেশি ফল, দিশি ফলের রসেই কামাল ত্বক হাতের মুঠোয়
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Beautiful Skin Tips: নিজেকে সদা তরুণ এবং সুন্দর দেখতে চান? কাজে আসবে এই প্রাকৃতিক পানীয়
advertisement
advertisement
সফদরজংয়ের চিকিৎসক ডা. টিনা কৌশিক আমাদের জানিয়েছেন যে, তিনি গত ৬ মাস ধরে এই হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে কাজ করছেন। তরুণ ও উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চাইলে তিনি আমাদের কিছু ফল ও সবজির রসের কথা জানান। তিনি আমাদের জানিয়েছেন যে, তিনি এই ফলগুলি নিজে খান এবং অন্যান্য মহিলাদেরও খেতে অনুরোধ করেন। তিনি বলেন যে, যে কোনও বাজারে সহজেই এই ফলের জুস পাওয়া যায় এবং এর উপকারিতাও রয়েছে। Photo- Representative
advertisement
কমলার রসের উপকারিতাডা. টিনা কৌশিক জানান, কমলার ত্বকের জন্য বিশেষ উপকারী। কমলার রস ত্বকের ক্যারোটিনয়েড বাড়াতে সাহায্য করে এবং নানা স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আসলে, ক্যারোটিনয়েড আমাদের ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা ত্বকে দৃশ্যমান বার্ধক্যের প্রভাব রোধ করতে সাহায্য করে। Photo- Representative
advertisement
advertisement