Kharge Summoned by Court : 'বজরং দল' নিয়ে মন্তব্য, ১০০ কোটির মানহানি মামলায় কংগ্রেস সভাপতিকে সমন আদালতের

Last Updated:

কর্নাটকে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করা হবে, শতাব্দী প্রাচীন দলের নির্বাচনী ইস্তাহারে এমনটাই জানানো হয়েছিল।

সাঙরুর:  কর্ণাটকের জয়ের মধ্যে বেশ খানিকটা বিব্রত হওয়ার খবর কংগ্রেস সভাপতির পক্ষে। একশো কোটি টাকার মানহানি মামলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়কেকে সোমবার সমন করল পঞ্জাবের সাঙরুরের আদালত। কর্নাটকে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করা হবে, শতাব্দী প্রাচীন দলের নির্বাচনী ইস্তাহারে এমনটাই জানানো হয়েছিল।
বিধানসভা ভোটে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছিল, ‘‘ধর্ম অথবা জাতের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বদ্ধপরিকর কংগ্রেস।’’ আর সেই প্রেক্ষিতেই বজরং দল, পিএফআইয়ের মতো সংগঠনগুলিকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল দলের নির্বাচনী প্রতিশ্রুতিতে।
advertisement
advertisement
শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ২২৪ আসনের বিধানসভায় ১৩৫টি আসনে জিতে সে রাজ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস। আর সেই নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করা বক্তব্যের প্রসঙ্গে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন হিন্দু সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিতেশ ভরদ্বাজ। ওই মামলায় খড়গেকে তলব করল পঞ্জাবের আদালত।
advertisement
কংগ্রেসের ইস্তেহারে উল্লিখিত প্রতিশ্রুতির প্রসঙ্গে মল্লিকার্জু খাড়গে জানিয়েছিলেন, জাতি এবং ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি বা সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস।
বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ-এর তরফে ইতিমধ্যে কংগ্রেসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হিন্দু সুরক্ষা পরিষদ নামে ওই মামলাকারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিতেশ ভরদ্বাজ ইতিমধ্যেই হুঁশিয়ার দিয়ে বলেছেন, “হিন্দুদের প্রতি বিদ্বেষ থেকে যদি বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করে হয়, তবে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kharge Summoned by Court : 'বজরং দল' নিয়ে মন্তব্য, ১০০ কোটির মানহানি মামলায় কংগ্রেস সভাপতিকে সমন আদালতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement