Khadeda Hoibe: বাংলার খেলা হবে'র আদলে এবার উত্তরপ্রদেশে অখিলেশের ভোটের গান "খাদেড়া হোইবে"!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Khadeda Hoibe: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে প্রচলিত স্থানীয় উপভাষার উপর ভিত্তি করে সম্প্রতি তৈরি হওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
#লখনউ: খেলা হবে আর থেমে রইল না রাজ্যে! পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত প্রচারের গান ‘খেলা হবে’কে (Khela Hobe) নিজেদের মতো করে আপন করে নিল অখিলেশ যাদবের নেতৃত্বাধীন বিরোধী জোট! বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য উত্তর প্রদেশে এখন বাজছে ভোটের জিঙ্গল ‘খাদেড়া হোইবে’ (Khadeda Hoibe) বা তাড়াতে হবে! উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে প্রচলিত স্থানীয় উপভাষার উপর ভিত্তি করে সম্প্রতি তৈরি হওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে (UP Assembly Poll) বিরোধী দলগুলির রাজনৈতিক অনুষ্ঠানে জোরে জোরে বাজানো হচ্ছে এই গান।
“উত্তরপ্রদেশের মানুষরাই বলছে, বিজেপিকে “খাদেড়া হোইবে” (Khadeda Hoibe) মানে তাড়ানো হবে। কিছু জায়গায় সত্যিই বিজেপির সমর্থকদের তাড়া করাও হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই স্লোগান একত্রিত করছে,” বলেন সমাজবাদী পার্টির আশুতোষ সিনহা।
advertisement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) গত বছর এ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছিলেন। উত্তরপ্রদেশের লড়াইয়ে সমাজবাদী পার্টির হয়েই সওয়াল করেছেন মমতা। ‘খেলা হবে’ গানের গীতিকার ও গায়ক দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে, দেবাংশু জানান, দুই জায়গার রাজনৈতিক অবস্থা ও লড়াই ভিন্ন ধরনের। “এক জায়গায় (বাংলায়), শাসক দলকে ফিরিয়ে আনার জন্যই গানটা ছিল, অন্য জায়গায় (উত্তরপ্রদেশ) এটি শাসক দলকে সরিয়ে দেওয়ার জন্য হচ্ছে,” বলেন দেবাংশু।
advertisement
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে বিজেপির কাছে দলের ‘জয় শ্রী রাম’ স্লোগানের কোনও পাল্টা স্লোগান নেই যা তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। “যদি কেউ ওদের থামানোর চেষ্টা করে, তবে বিজেপি এটাই সামনে আনবে যে ঈশ্বরের নাম নিয়ে অন্যদের সমস্যা আছে এবং এসব করে ভোটের মেরুকরণে বিজেপির লাভ হবে। ‘খেলা হবে’ গানটা তৈরি করার পরে, বিজেপি কর্মীরা যদি ‘জয় শ্রী রাম’ উচ্চারণ করত, তৃণমূল কর্মীরা বলত ‘খেলা হবে’ এবং জনসাধারণ খেলা হবেতেই বেশি ভরসা রেখেছে,” বলেন দেবাংশু। ‘খাদেড়া হোইবে’ জিঙ্গেলটি বিজেপির ‘ধর্মীয় মেরুকরণ কৌশলকে ঠেকাতে শক্তিশালী অস্ত্র হবে বলেই মনে করছেন তৃণমূল যুব ইউনিটের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।
advertisement
তিনি আরও বলেন, “প্রতিটি যুদ্ধের একটি নির্দিষ্ট স্লোগান থাকে যা কর্মীদের মধ্যে উদ্দীপনা জাগায় এবং যদি জনগণ এটা পছন্দ করে তবে আখেরে দলেরই লাভ হবে।” সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (Suheldev Bhartiya Samaj Party) জাতীয় সাধারণ সম্পাদক অরুণ রাজভার জানান, “গত বছরের ২৭ অক্টোবর একটি যৌথ সমাবেশে বাংলার ‘খেলা হবে’-এর আদলে এসপি এবং এসবিএসপি স্লোগান দিয়েছিল ‘খাদেড়া হোইবে (Khadeda Hoibe)। বাংলায় ‘খেলা’ ছিল, কিন্তু উত্তরপ্রদেশে ‘খাদেড়া’ (তাড়ানো) হবে।” উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশপতি ত্রিপাঠী বলেছেন, “নির্বাচনে একটা নির্দিষ্ট থিম দরকার। যদি গানের মাধ্যমে সেটা পাওয়া যায় তবে খুবই ভালো।”
advertisement
তাঁর কথায়, “যদি বাংলায় বিজেপিকে পরাজিত করা সম্ভব হয়, তবে আমি মনে করি যে জনগণ এখানেও একই কাজ করতে পারে। এই বার্তাটি জনগণ এবং দলীয় কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গানটি ভীষণ কার্যকরী হবে।” এসপি'র সাড়ে তিন মিনিটের ‘খাদেড়া হোইবে’ জিঙ্গলটিতে মুদ্রাস্ফীতি, কোভিড মহামারীতে অব্যবস্থাপনা, বেকারত্বের মতো বিষয়গুলিই তুলে ধরেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 4:23 PM IST