হোম /খবর /দেশ /
নারী থেকে পুরুষ হয়ে সন্তানের জন্ম, নবজাতককে স্বাগত জানালেন রূপান্তরকামী জুটি

Kerala Transgender Couple: নারী থেকে পুরুষ হয়ে সন্তানের জন্ম, নতুন অতিথিকে স্বাগত জানালেন কেরলের রূপান্তরকামী জুটি

Kerala Transgender Couple:অবশেষে কেরলের কোঝিকোড়ের এই দম্পতির সংসারে বুধবার এল নতুন অতিথি

  • Share this:

কোঝিকোড় : ডাক্তারি শাস্ত্রে অনন্য নজির। কেরলে সন্তানের জন্ম দিলেন নারী থেকে পুরুষ হওয়া রূপান্তরকামী জাহাদ। কিছু দিন ধরেই খবরের শিরোনামে রূপান্তরকামী জুটি জিয়া ও জাহাদ। তাঁদের মধ্যে জিয়া জন্মগতভাবে পুরুষ ছিলেন। পরে লিঙ্গ পাল্টে নারী হন। জাহাদের জন্মগত লিঙ্গ পরিচয় ছিল নারী, তিনি অস্ত্রোপচার করে পুরুষ হন।

জাহাদ অন্তঃসত্ত্বা হওয়ার পর নেটমাধ্যমে যথেষ্ট চর্চা হয় তাঁদের নিয়ে। অবশেষে কেরলের কোঝিকোড়ের এই দম্পতির সংসারে বুধবার এল নতুন অতিথি। জানা গিয়েছে বুধবার সকালে কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বুধবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন জাহাদ। পুরুষ থেকে নারী হওয়া জিয়া জানিয়েছেন নবজাতক ও জাহাদ দুজনেই সুস্থ আছেন। তবে সদ্যোজাত ছেলে না মেয়ে, সে পরিচয় প্রকাশ করেননি এই জুটি।

তাঁদের জীবনের সুখবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জিয়া। সঙ্গে দিয়েছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে সদ্যোজাত শিশুর আঙুল ধরে আছে নেলপলিশ ধরা একটি হাত। সহজেই অনুমেয়, ওই হাত সদ্য সন্তানের জন্ম দেওয়া জাহাদের। ঈশ্বরের পাশাপাশি যে সব প্রিয়জন তাঁদের পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন জিয়া।

আরও পড়ুন :  কণ্ঠহার থেকে হাতপদ্ম, নববধূ কিয়ারার অঙ্গের অলঙ্কারে হিরে আর পান্নার চোখধাঁধাঁনো দ্যুতি

প্রসঙ্গত গত তিন বছর ধরে সহবাস করছেন জিয়া ও জাহাদ। ট্রানজিশন পর্বেই জিয়ার সাহায্যে অন্তঃসত্ত্বা হয়েছেন জাহাদ৷ তবে স্ত্রী থেকে পুরুষ হওয়ার পথে যে রূপান্তরপর্ব, সেই প্রক্রিয়া বাধা দিয়েছে জাহাদের সন্তান ধারণে৷ সেক্স পরিবর্তনের সময় তাঁর শরীর থেকে ইউটেরাস এবং সন্তানধারণে প্রয়োজনীয় অন্যান্য জননাঙ্গ বাদ দেওয়া হয়নি৷ তবে তাঁর স্তন তত দিন বাদ পড়ে গিয়েছিল৷

 
View this post on Instagram

A post shared by Ziya Paval (@paval19)

কিন্তু ইউটেরাস তখনও শরীরে থাকায় চিকিৎসকরা আশ্বাস দেন সন্তানধারণ সম্ভব৷ তাঁদের মেটারনিটি ফোটোশ্যুট সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন জিয়া৷ জানিয়েছেন তাঁদের জীবনযুদ্ধের কথাও৷ স্বপ্নপূরণে তাঁদের যাঁরা সাহায্য করেছেন, সেই চিকিৎসক ও আত্মীয় পরিজনদের প্রতি কৃতজ্ঞ বলে জানান রূপান্তরকামী এই জুটি৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kerala, Transgender Couple