জবরদস্ত জুটি মা ও ছেলের, ৪২-র মা ২৪ -র ছেলের সঙ্গেই পাস করলেন পিএসসি পরীক্ষায়

Last Updated:

অঙ্গনওয়াড়ি শিক্ষিকার দায়িত্ব, সংসার সামলে ৩ বার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা ছাড়েননি৷ সাফল্য অবশেষে ধরা দিলই৷

kerala mother and son passed psc exam together know their success story
kerala mother and son passed psc exam together know their success story
# তিরুবনন্তপুরম:  সাফল্যের গল্প সব সময়েই সুপারহিট৷ সিনেমার পর্দায় এরকম গল্প দেখতে এবং বইয়ে এই ধরণের গল্প পড়তে সকলেই ভালবাসেন। কিন্তু  এই যে মা-ছেলের সাফল্যের সত্যি ঘটনা সব গল্পকে ছাপিয়ে যায়৷ এই গল্প  সব গল্পের থেকে আলাদা। কেরলের  মল্লপুরমের এক ৪২ বছর বয়সী মা, বিন্দু এবং তার ২৪ বছরের ছেলে বিবেক একসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষা পাস করেছেন৷
যার পরে মা-ছেলের জুটি সংবাদ মাধ্যমের শিরোনামে ছিনিয়ে নিচ্ছেন।বিন্দুর ছেলে যখন দ্বাদশ শ্রেণীতে পড়ত, তখন থেকে সে তাঁর মাকে পড়াশুনায় উৎসাহ দিতে শুরু করে৷  ছেলের উৎসাহেই  এই  সময় তিনি  ফের বই পড়া শুরু করেন। এভাবে পড়তেই পড়তেই তিনি  কেরলের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার জন্য নিজেকে মোটিভেট  করেন। পরে মা-ছেলে দুজনেই পিএসসি পরীক্ষায় পাস করার জন্য একসঙ্গে কোচিংয়ে যোগ দেন।
advertisement
advertisement
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা সব কথা জানিয়েছেন৷  বিন্দুর ছেলে বিবেক তাঁর সাফল্য সম্পর্কে বলেছিলেন যে ‘‘ আমরা কোচিংয়ের প্রস্তুতি নিতে একসঙ্গে গিয়েছিলাম।’’ গর্ব করে তার বাবা-মা সম্পর্কে বলতে গিয়ে বিবেক আরও বলেন, "আমার মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন। সেই সঙ্গে আব্বা আমাদের জন্য সব সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন। আমরা  শিক্ষকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দুজনে একসঙ্গেই লেখাপড়া করেছি, কিন্তু কখনও ভাবিনি যে আমরা একসঙ্গেই পিএসসি পরীক্ষার যোগ্যতা অর্জন করব। আমরা দু'জনেই খুব খুশি।’’
advertisement
অঙ্গনওয়াড়ি শিক্ষিকা বিন্দু
নিজের লেখাপড়ার পাশাপাশি বিন্দু গত ১০ বছর ধরে একজন অঙ্গনওয়াড়ি শিক্ষিকাও। মায়ের পড়াশোনার নিয়ে উচ্ছ্বসিত ছেলে বিবেক৷   টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মা সব সময় পড়াশুনো করতে পারেন না। সময় পেলে ও অঙ্গনওয়াড়ি শিক্ষিতার দায়িত্ব পালনের পরই পড়াশোনা করতে পারতেন।’’
advertisement
এদিকে বিন্দুও জানিয়েছেন যে তিনি 'লাস্ট গ্রেড সার্ভেন্ট' (এলডিএস) পরীক্ষায় পাস করেছেন, এবং সেখানে ৯২ তম স্থান পেয়েছেন, এদিকে তাঁর ছেলে বিবেক লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পরীক্ষায় পাস করেছে  এবং ৩৮ হয়েছে৷
বিন্দু আরও  বলেছিলেন যে তিনি এলডিএসের জন্য ২ বার এবং এলডিসির জন্য ১ বার চেষ্টা করেছিলেন। যেগুলিতে তিনি পাস করতে পারেননি৷  এটি ছিল তাঁর চতুর্থবারের চেষ্টা৷  তাতে তিনি সফল হন। যদিও তাঁর আসল লক্ষ্য আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা , তাই এলডিএস পরীক্ষায় পাস করা তাঁর কাছে  একটি 'বোনাস'।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জবরদস্ত জুটি মা ও ছেলের, ৪২-র মা ২৪ -র ছেলের সঙ্গেই পাস করলেন পিএসসি পরীক্ষায়
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement