Kerala Loksabha Election Results 2024: ত্রিচূড়ে জয়ী জাতীয় পুরস্কার বিজেতা অভিনেতা, এই প্রথম লোকসভা নির্বাচনে কেরলে আসন বিজেপি-র

Last Updated:

Kerala Loksabha Election Results 2024: এই প্রথম কেরলে লোকসভা আসন পেল ভারতীয় জনতা পার্টি। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সুরেশ গোপী বিজেপি-র টিকিটে জয়ী হয়েছেন কেরলের ত্রিচূড় কেন্দ্র থেকে।

সুরেশ গোপী বিজেপি-র টিকিটে জয়ী
সুরেশ গোপী বিজেপি-র টিকিটে জয়ী
তিরুঅনন্তপুরম : একক দল হিসেবে নিরঙ্কুশ না হলেও এই লোকসভা নির্বাচনে এক অনন্য মাইলফলকের সাক্ষী বিজেপি। এমনই এক রাজ্যে পদ্মশিবির খাতা খুলল, যেখানে এত দিন লোকসভা নির্বাচনে তারা ব্রাত্য ছিল। এই প্রথম কেরলে লোকসভা আসন পেল ভারতীয় জনতা পার্টি। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সুরেশ গোপী বিজেপি-র টিকিটে জয়ী হয়েছেন কেরলের ত্রিচূড় কেন্দ্র থেকে।
নিকটতম দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর ভিএস সুনীলকুমার এবং কংগ্রেসের কে মুরলীধরণকে পরাজিত করে জয়ী হয়েছেন গোপী। তাঁর জয়ের ব্যবধান ৭৪ হাজার ৬৮৬ ভোট। এই একই আসনে ২০১৯ লোকসভা নির্বাচনেও লড়েছিলেন গোপী। কিন্তু সেবার তিনি কংগ্রেসের টিএন প্রথমপনের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হয়ে তৃতীয় স্থান পান। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও জিততে পারেননি গোপী। তবে সেবার তাঁর পরাজয়ের ব্যবধান ছিল ৪ হাজারের কম ভোট।
advertisement
আরও পড়ুন : কমে গেল ব্যবধান, শুরুতে পিছিয়ে শেষপর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!
এ বার এক্সিট পোলে তাঁকে জয়ী হিসেবেই দেখানো হয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি বলে প্রমাণ করলেন রুপোলি দুনিয়া থেকে রাজনীতিতে আসা সুরেশ গোপী। উজান স্রোতে পাড়ি দিয়ে জয়ী হয়েছেন তিনি। মন্তব্য গোপীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি নিজের ‘রাজনৈতিক ঈশ্বর’ বলে মনে করেন। প্রসঙ্গত ছাত্রজীবনে বাম রাজনীতি করা গোপী পরবর্তীতে ঘনিষ্ঠ হন জাতীয় কংগ্রেসেরও। এর আগে কেরলের বিধানসভা নির্বাচনে লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রার্থীদের হয়ে সক্রিয় প্রচারে অংশ নিয়েছিলেন। পরে ২০১৬ সালে যোগ দেন বিজেপি-তে।
advertisement
advertisement
মালয়লম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ গোপী অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও। ১৯৯৮ সালে ‘কলিয়াট্টম’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি রাজ্য স্তরেও সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Loksabha Election Results 2024: ত্রিচূড়ে জয়ী জাতীয় পুরস্কার বিজেতা অভিনেতা, এই প্রথম লোকসভা নির্বাচনে কেরলে আসন বিজেপি-র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement