Narendra Modi: কমে গেল ব্যবধান, শুরুতে পিছিয়ে শেষপর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!

Last Updated:

Narendra Modi: বারাণসী আসন থেকে জয়ী নরেন্দ্র দামোদর দাস মোদি। ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোট পেয়েছেন তিনি।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
বারাণসীঃ বারাণসী আসন থেকে জয়ী নরেন্দ্র দামোদর দাস মোদি। ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোট পেয়েছেন তিনি। অজয় রাই পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৪৫৭ ভোট। কংগ্রেসের প্রার্থীর তুলনায় ১ লক্ষ ৫২ হাজার ৫১৩ ভোট বেশি পেয়েছেন। বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী আখতার জামাল লারি পেয়েছেন ৩৩ হাজার ৭৬৬ ভোট।
বারাণসী থেকে জয়ের হ্যাটট্রিক করলেন নরেন্দ্র মোদি। ভোট গণনার পর দেখা যায় শুরুতে অজয় রাই ৬ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন। এরপরই ছন্দে ফেরেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ চরম রেগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন, একরাশ ক্ষোভ উগরে হিরণ যা বললেন…
২০১৯ সালে এই কেন্দ্রে ৬৩.৬২ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে হারিয়েছিলেন ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ ভোটে।
advertisement
advertisement
এদিকে, গোটা দেশে ভোটের ফল অনুসারে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। নির্বাচনের শেষ লগ্নে, সপ্তম দফার প্রচার সমাপ্ত হতেই কন্যাকুমারিকায় ধ্যানে বসেন মোদি। ৪৫ ঘণ্টা ধ্যানমগ্ন ছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: কমে গেল ব্যবধান, শুরুতে পিছিয়ে শেষপর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement