বিজেপিকে জোরালো ধাক্কা কেজরিওয়ালের, বাওয়ানায় জয়ী আপ

Last Updated:

বিজেপিকে জোরালো ধাক্কা কেজরিওয়ালের, বাওয়ানায় জয়ী আপ

 #নয়াদিল্লি: খাস দিল্লিতেই কেজরিওয়ালের কাছে বড়সড় ধাক্কা খেল বিজেপি ৷ বাহানা বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী বেদ প্রকাশকে হারিয়ে প্রায় ২৪ হাজার ভোটে জিতলেন আপ প্রার্থী রামচন্দ্র ৷
বাহানা বিধানসভা কেন্দ্রে আপ প্রার্থী রামচন্দ্রের প্রাপ্ত ভোট ৫৯৮৮৬, সেখানে বেদ প্রকাশের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৫৮৩৪ ৷ তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ৷ উল্লেখ্য, আপ বিধায়কের পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বেদ প্রকাশ ৷
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপের এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ সম্প্রতি রাজৌরি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জামানতও রক্ষা করতে পারেননি আপ প্রার্থী ৷ এই পরিস্থিতি দিল্লিতে বিজেপির এমন পরাজয় ও আপের উত্থান নতুন করে আশা জাগাচ্ছে কেজরিওয়াল শিবিরের ৷
advertisement
advertisement
BYPOLL-WATCH_Delhi1
বাওয়ানায় আপের এই জয়ে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছো জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপিকে জোরালো ধাক্কা কেজরিওয়ালের, বাওয়ানায় জয়ী আপ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement