#জম্মু ও কাশ্মীর: আবারও রক্ত ঝড়ল উপত্যকায়, আবারও জম্মু ও কাশ্মীরে আক্রমণের শিকার সংখ্যালঘু গোষ্ঠি। শনিবার সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক কাশ্মীরি পণ্ডিতের। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালেই মৃত্যু হয় পণ্ডিতের।জানা গিয়েছে, মৃত কাশ্মীরি পণ্ডিতের নাম পুরানকৃষাণ ভাট। শনিবার সকালে নিজের বাড়ির সামনেই তাঁকে গুলি করে জঙ্গিরা। কাশ্মীর পুলিশ টুইটারে জানিয়েছে, '' সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় একটি বাগানে যাচ্ছিলেন পুরানকৃষাণ। পথেই তাঁকে গুলি করে পালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু চলছে।''
#Terrorists fired upon a #civilian (minority) Shri Puran Krishan Bhat while he was on way to orchard in Chowdari Gund #Shopian. He was immidiately shifted to hospital for treatment where he #succumbed. Area cordoned off. Search in progress.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 15, 2022
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাড়ির সামনেই পিছন থেকে পুরানকৃষাণ ভাটকে গুলি করে জঙ্গিরা। নিজের ব্যবসা ছিল পুরাণের। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিজের ব্যবসা ছিল পুরানের।''
অব্যাহত রয়েছে রক্তলীলা! চলতি বছরের ১৬ অগাস্ট দক্ষিণ কাশ্মীরের এই সোপিয়ানেই জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন এক কাশ্মীরি পণ্ডিত। জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন তাঁর পরিবারের আর এক সদস্য। চিতপোরার আপেল বাগিচায় ঢুকে দুই কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক জন ঘটনাস্থনেই মারা গিয়েছিলেন। তার আগে জুনেও এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হয়েছিলেন জম্মু-কাশ্মীরে। মে মাসে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওতে খুন হয়েছিলেন পেশায় শিক্ষিকা এক মহিলা কাশ্মীরি পণ্ডিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmiri Pandit