Kashmir Pahalgam Terror Attack: কাশ্মীর থেকে ফিরতে উদগ্রীব পর্যটকরা! শ্রীনগর থেকে চলবে অতিরিক্ত বিমান! রইল তালিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kashmir Pahalgam Terror Attack: পহেলগাঁও-এ জঙ্গিহানা। মৃত ২৬। তারপরেই জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া টিকিটের মূল্য। শ্রীনগর এয়ারপোর্টে ভিড় জমতে শুরু করেছেন পর্যটকরা।
কাশ্মীরঃ পহেলগাঁও-এ জঙ্গিহানা। মৃত ২৬। তারপরেই জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া টিকিটের মূল্য। শ্রীনগর এয়ারপোর্টে ভিড় জমতে শুরু করেছেন পর্যটকরা। এমন অবস্থায় বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে।
বুধবার, এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এক্স (পূর্বে টুইটার) -এ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘বর্তমানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ২৩শে এপ্রিল বুধবার, শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের জন্য এয়ার ইন্ডিয়া অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে।”
advertisement
advertisement
In view of the prevailing situation, Air India will operate two additional flights from Srinagar to Delhi and Mumbai on Wednesday, 23rd April.
Details of the two flights are as under:
Srinagar to Delhi – 11:30 AM
Srinagar to Mumbai – 12:00 noon
Booking for…— Air India (@airindia) April 22, 2025
advertisement
আরও পড়ুনঃ এখনও লুকিয়ে ৪-৬ জঙ্গি! পহেলগাঁওয়ের আশপাশের পাহাড়ে চলছে তল্লাশি অভিযান
নতুন যুক্ত হওয়া ফ্লাইটগুলির মধ্যে রয়েছে সকাল ১১:৩০ টায় শ্রীনগর-দিল্লি পরিষেবা এবং দুপুর ১২:০০ টায় শ্রীনগর-মুম্বই পরিষেবা। উভয় ফ্লাইটের জন্য বুকিং এখন খোলা আছে। এয়ার ইন্ডিয়া আরও নিশ্চিত করেছে যে শ্রীনগর থেকে আসার অন্যান্য সমস্ত নির্ধারিত ফ্লাইট বর্তমান সময়সূচী অনুসারে চলবে। এপ্রিলের শেষ পর্যন্ত নিশ্চিত বুকিংপ্রাপ্ত টিকিট বাতিল করলে যাত্রীরা সম্পূর্ণ টাকা ফেরত পাবে। বিনামূল্যে দিন বদলেরও সুবিধা পেতে পারেন। সহায়তার জন্য, বিমান সংস্থাটি যাত্রীদের 011 69329333 বা 011 69329999 নম্বরে তাদের গ্রাহক সহায়তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 11:19 AM IST