হাসান : কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে অঞ্চলে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের এই আনন্দ অনুষ্ঠানে আনন্দের বাঁধ ভেঙেছিল। সমবেত হয়েছিলেন বহু অতিথি অভ্যাগত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ছবি পোস্টিংও। কিন্তু আচমকাই ছন্দোপতন। দুর্ভাগ্যের এক ফুঁয়ে নিভল বিয়েবাড়ির রোশনাই। সমস্যার সূত্রপাত কনের মেকআপ পর্ব শুরু হতেই।
স্থানীয় এক বিউটি পার্লার থেকে ডাকা হয়েছিল বিউটিশিয়ানকে। তাঁর হাতেই বিয়ের রাতে অপরূপা হয়ে উঠবেন বলে ভেবেছিলেন কনে। বিউটিশিয়ান তাঁকে বলেন নতুন ধরনের 'স্টিম মেকআপ' পদ্ধতিতে তিনি সম্পূর্ণ নতুন লুক দেবেন কনেকে। তাঁর কথায় সম্পূর্ণ বিশ্বাস করে সম্মতি দেন কনে।
আরও পড়ুন : উইকএন্ড বা সপ্তাহান্তের বিয়ে এখন দারুণ জনপ্রিয়! ঠিক কী ধরনের বিয়ে এটা? জানুন
কিন্তু প্রসাধনীর কিছু স্তর দেওয়ার পরই দেখা দেয় বিপত্তি। অভিযোগ, কিছুটা মেক আপ হওয়ার পরই কনের ত্বকে অসহ্য জ্বালা করতে থাকে। ফুলে ওঠে পুরো মুখমণ্ডল। লাল ছোপে ভরে যায় ত্বক। কালচে হয়ে ওঠে বর্ণ। ভীত পরিজনরা তাঁকে নিয়ে ছোটেন হাসপাতালে ডাক্তারের কাছে। সেখানে প্রাথমিক শুশ্রূষার পর ডাক্তাররা জানান তিনি বিপন্মুক্ত। কিন্তু খারিজ হয়ে যায় বিয়ে।
আরও পড়ুন : যত্ন সামান্য, বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলি ঘরে রাখলেই বাড়বে আপনার টাকাপয়সা ও সৌভাগ্য
অভিযোগ, কনের মুখের ভয়ানক অবস্থা দেখে বিয়ে থেকে পিছিয়ে আসেন পাত্রপক্ষ। তবে জানা গিয়েছে তাঁদের বুঝিয়ে অনেক কষ্টে সম্মত করেছেন পাত্রীপক্ষ। বরের পরিজনরা রাজি হয়েছেন কনের মুখমণ্ডল সম্পূর্ণ ঠিক হয়ে গেলে পরে কোনও একটি দিনে আবার বিয়ে দিতে।
অভিযুক্ত বিউটিশিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।