Lucky plants for your home: যত্ন সামান্য, বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলি ঘরে রাখলেই বাড়বে আপনার টাকাপয়সা ও সৌভাগ্য

Last Updated:
Lucky plants for your home: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিছু গাছ বাড়িতে রাখলে সংসারে সৌভাগ্য, শ্রীবৃদ্ধি হয়। সংসারে অর্থাগম হয়
1/7
বাড়ি লাগোয়া বাগান এখন বেশি দেখা যায় না। তবে ব্যালকনিতে ছোট্ট বাগান অনেকেই করে থাকেন। ইন্ডোর প্ল্যান্ট পরিবেশ সতেজ রাখে। সাহায্য করে সুস্বাস্থ্য পেতেও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিছু গাছ বাড়িতে রাখলে সংসারে সৌভাগ্য, শ্রীবৃদ্ধি হয়। সংসারে অর্থাগম হয়।
বাড়ি লাগোয়া বাগান এখন বেশি দেখা যায় না। তবে ব্যালকনিতে ছোট্ট বাগান অনেকেই করে থাকেন। ইন্ডোর প্ল্যান্ট পরিবেশ সতেজ রাখে। সাহায্য করে সুস্বাস্থ্য পেতেও। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিছু গাছ বাড়িতে রাখলে সংসারে সৌভাগ্য, শ্রীবৃদ্ধি হয়। সংসারে অর্থাগম হয়।
advertisement
2/7
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সৌভাগ্যসূচক গাছের মধ্যে প্রথমেই থাকবে তুলসি। তুলসির ভেষজ গুণ অসামান্য। বাড়িতে যেখানে প্রচুর রোদ আসে, সেখানে তুলসিগাছ রাখুন। সৌভাগ্যসূচক এই গাছ সংসারের পক্ষে কল্যাণকর ও মঙ্গলময়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সৌভাগ্যসূচক গাছের মধ্যে প্রথমেই থাকবে তুলসি। তুলসির ভেষজ গুণ অসামান্য। বাড়িতে যেখানে প্রচুর রোদ আসে, সেখানে তুলসিগাছ রাখুন। সৌভাগ্যসূচক এই গাছ সংসারের পক্ষে কল্যাণকর ও মঙ্গলময়।
advertisement
3/7
বাস্তুশাস্ত্র ও ফেংশুই মতে বাঁশগাছ বা ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখার জন্য অত্যন্ত উপযোগী। তাই নার্সারি থেকে কিনুন ছোট্ট ব্যাম্বু প্ল্যান্ট। কতগুলি কাণ্ড আছে এই গাছে, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ। ৫ টি কাণ্ড হলে অর্থ, ৬টিতে সৌভাগ্য, ৭টিতে সুস্বাস্থ্য এবং ২১ টিতে সম্পদ বৃদ্ধি পায় সংসারে। কোনও ঘরের পূর্বদিকে রাখুন পরিবেশ শুদ্ধকারী এই গাছ।
বাস্তুশাস্ত্র ও ফেংশুই মতে বাঁশগাছ বা ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখার জন্য অত্যন্ত উপযোগী। তাই নার্সারি থেকে কিনুন ছোট্ট ব্যাম্বু প্ল্যান্ট। কতগুলি কাণ্ড আছে এই গাছে, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ। ৫ টি কাণ্ড হলে অর্থ, ৬টিতে সৌভাগ্য, ৭টিতে সুস্বাস্থ্য এবং ২১ টিতে সম্পদ বৃদ্ধি পায় সংসারে। কোনও ঘরের পূর্বদিকে রাখুন পরিবেশ শুদ্ধকারী এই গাছ।
advertisement
4/7
মানিপ্ল্যান্টের নামেও টাকা, কাজেও টাকা। বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে এই গাছ। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে সাফল্য আনে মানিপ্ল্যান্ট। সামান্য যত্নেই এই গাছ ভাল থাকে।
মানিপ্ল্যান্টের নামেও টাকা, কাজেও টাকা। বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে এই গাছ। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে সাফল্য আনে মানিপ্ল্যান্ট। সামান্য যত্নেই এই গাছ ভাল থাকে।
advertisement
5/7
গৃহসজ্জায় দীর্ঘ দিন ব্যবহৃত এরিকা পাম। নেগেটিভিটি শোষণ করে পজিটিভিটি বৃদ্ধি করে এই গাছ। সরাসরি রোদ আসবে না, কিন্ত আলো পড়বে এমন জায়গায় রাখুন গাছটি।
গৃহসজ্জায় দীর্ঘ দিন ব্যবহৃত এরিকা পাম। নেগেটিভিটি শোষণ করে পজিটিভিটি বৃদ্ধি করে এই গাছ। সরাসরি রোদ আসবে না, কিন্ত আলো পড়বে এমন জায়গায় রাখুন গাছটি।
advertisement
6/7
রাবার প্ল্যান্ট প্রাকৃতিক পরিবেশ বিশুদ্ধতাকারী। ফেং শুই মতে এই ইন্ডোর প্ল্যান্ট ঘরে রাখলে সংসারে অর্থাগম হয়। বাড়িতে সৌভাগ্য প্রসারিত হয়।
রাবার প্ল্যান্ট প্রাকৃতিক পরিবেশ বিশুদ্ধতাকারী। ফেং শুই মতে এই ইন্ডোর প্ল্যান্ট ঘরে রাখলে সংসারে অর্থাগম হয়। বাড়িতে সৌভাগ্য প্রসারিত হয়।
advertisement
7/7
অল্প যত্নে, বাড়ির যে কোনও পরিবেশে বড় হয়ে ওঠে স্নেক প্ল্যান্ট। টক্সিন পদার্থ ও অ্যালার্জেন বায়ু থেকে শোষণ করে এই গাছ। বাস্তুশাস্ত্র মতে এই গাছ সংসারের জন্য শুভ। তাই বাড়িতে রাখুন স্নেক প্ল্যান্ট।
অল্প যত্নে, বাড়ির যে কোনও পরিবেশে বড় হয়ে ওঠে স্নেক প্ল্যান্ট। টক্সিন পদার্থ ও অ্যালার্জেন বায়ু থেকে শোষণ করে এই গাছ। বাস্তুশাস্ত্র মতে এই গাছ সংসারের জন্য শুভ। তাই বাড়িতে রাখুন স্নেক প্ল্যান্ট।
advertisement
advertisement
advertisement