কন্যাসন্তানের জন্ম দিলেই মিলবে এক লাখ টাকা!

Last Updated:

কন্যাসন্তানের জন্ম দিলেই মিলবে এক লাখ টাকা!

 #বেঙ্গালুরু: কথায় বলে, কন্যা সন্তান মানেই মা লক্ষ্মীর বাড়িতে আগমন ৷ মেয়ে জন্মালেই অভিভাবকেরা পাবেন এক লক্ষ টাকা ৷ দৈনিক সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এমনটাই জানিয়েছে কর্ণাটকের বিবিএমপি হাসপাতাল ৷
গত কয়েক বছরে ছেলে মেয়ের অনুপাত অনেকটাই কমেছে ৷ কন্যা সন্তান বা ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য আনা হয়েছে আইন এবং একের পর এক সচেতনতা প্রকল্প ৷ প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের অনুসরণেই কন্যা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক লক্ষ টাকা দেবে বিবিএমপি হাসপাতাল ৷
জন্মের পরই কন্যাসন্তানের পিতা মাতার হাতে তুলে দেওয়া হবে এক লক্ষ টাকা ৷ শুধু তাই নয়, মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লক্ষ টাকা ভাতার ব্যবস্থাও করবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে এই সুযোগ মিলবে শুধু মাত্র একদিনের জন্য ৷
advertisement
advertisement
২০১৮ সালের পয়লা জানুয়ারি ওই হাসপাতালে যতজন কন্যা সন্তান জন্ম নেবেন তাদের প্রত্যেকে দেওয়া হবে ওই অর্থ ৷ তবে শর্ত এটাই, ওই টাকা শুধুমাত্র ওই শিশুর পড়াশুনা ও প্রতিপালনের কাজেই ব্যবহার করা যাবে ৷ মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই টাকাটি কন্যাসন্তান ও বিবিএমপি-এর কমিশনারের যৌথ অ্যাকাউন্টে রাখা থাকবে ৷ ওই টাকা থেকে প্রাপ্ত সুদ খরচ করা হবে মেয়েটির শিক্ষায় ৷
advertisement
দেশ জুড়ে নারী অবমাননা, কন্যা ভ্রূণ হত্যা, পারিবারিক হিংসার মতো ঘটনার বাড়বাড়ন্তে বিপন্ন নারী অস্তিত্ব ৷ দেশের কন্যা সন্তানদের ভবিষ্যতের সুরক্ষার জন্য এই কর্মসূচি নিয়েছে কর্ণাটকের ওই হাসপাতাল ৷ কোনও কন্যা সন্তান যাতে শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেই সচেতনতা প্রচারেই এমন আয়োজন ৷ এর আগে মুম্বইয়ের সরকারি হাসপাতালও সুকন্যা যোজনা স্কিমে কন্যাসন্তানদের এক লাখ টাকা দেওয়ার প্রকল্প চালু করেছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কন্যাসন্তানের জন্ম দিলেই মিলবে এক লাখ টাকা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement