Periods Leave: মহিলা কর্মীদের বেতন-সহ পিরিয়ডসের ছুটি প্রশ্নের মুখে, কর্ণাটক সরকারের অনুমোদনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Last Updated:

Periods Leave: কণার্টক হাই কোর্ট রাজ্য সরকারের মাসিককালীন এক দিনের বেতানসহ ছুটির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ২০২৫ সালের ২০ নভেম্বর শ্রম দফতরের জারি করা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেঙ্গালুরু হোটেলস অ্যাসোসিয়েশন আদালতে পিটিশন দাখিল করে।

News18
News18
কণার্টকঃ কণার্টক হাই কোর্ট রাজ্য সরকারের মাসিককালীন এক দিনের বেতানসহ ছুটির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ২০২৫ সালের ২০ নভেম্বর শ্রম দফতরের জারি করা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেঙ্গালুরু হোটেলস অ্যাসোসিয়েশন আদালতে পিটিশন দাখিল করে।
আরও পড়ুনঃ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা, মাত্র ২০ বছর বয়সেই সফল উদ্যোক্তা! মহিলাদের চুল কিনে লাখ টাকার ব্যবসা
পিটিশনে অভিযোগ করা হয়, নীতি প্রণয়নের আগে সরকার স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ করেনি, এবং আপত্তি জানানোর সুযোগও দেয়নি। শুনানির সময় হাই কোর্টও এই বিষয়েই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নোটিস পাঠায় এবং নির্দেশিকাটি নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে।
advertisement
advertisement
আদালত জানিয়েছে, রাজ্য সরকার চাইলে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবে। মামলাটি শীতকালীন ছুটির পরে আবারও শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।
এই নির্দেশিকার উদ্দেশ্য ছিল কর্মরত মহিলাদের প্রতি মাসে এক দিনের বেতানসহ ছুটি দেওয়া। তবে শিল্পমহলের আপত্তি ও পদ্ধতিগত প্রশ্নের জেরে বিষয়টি আপাতত আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Periods Leave: মহিলা কর্মীদের বেতন-সহ পিরিয়ডসের ছুটি প্রশ্নের মুখে, কর্ণাটক সরকারের অনুমোদনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
Mamata Banerjee: ‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
‘১০০ দিনের কাজের টাকা আমরাই দেব’, ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
  • কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার

  • বিহারের ভোট কেনা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement