Rahul Gandhi: পাতে মশলা ধোসা, স্কুটিতে সওয়ার! কর্ণাটকে বাজিমাত করতে কী কৌশল রাহুল গান্ধির?

Last Updated:

ভিডিও-তে দেখা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সঙ্গে একই টেবলে বসে ধোসা এবং কফি খাচ্ছেন রাহুল গান্ধি৷

বেঙ্গালুরুতে ডেলিভারি এজেন্টদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধি৷ ছবি- ট্যুইটার/ কংগ্রেস
বেঙ্গালুরুতে ডেলিভারি এজেন্টদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধি৷ ছবি- ট্যুইটার/ কংগ্রেস
বেঙ্গালুরু: কর্ণাটকে ভোট প্রচারের শেষ বেলা বড় চমক দিলেন রাহুল গান্ধি৷ রবিবার স্থানীয় এক ডেলিভারি কর্মীর স্কুটারের পিছনে চেপে বসলেন কংগ্রেস নেতা৷ ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে বসে প্রাতঃরাশও সারেন রাহুল গান্ধি৷ ডেলিভারি কর্মীদের কী কী সমস্যা, সে সবও মন দিয়ে শোনেন তিনি৷ রাহুল গান্ধির এই প্রচার কৌশলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে৷ কংগ্রেস নেতাকে সামনে পেয়ে সাধারণ মানুষও তাঁর সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন৷
ডেলিভারি কর্মীদের সঙ্গে রাহুল গান্ধির এই আলাপচারিতার ভিডিও রবিবার শেয়ার করেছে কংগ্রেস৷ সেখানেই দেখা গিয়েছে, কথাবার্তার শেষে একজন ডেলিভারি এজেন্টের স্কুটারের পিছনেই চেপে বসেছেন রাহুল গান্ধি৷
ভিডিও-তে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, গিগ ওয়ার্কার এবং ডুনজো, সুইগি, ব্লিংক ইট, জোমাটোর মতো সংস্থার ডেলিভারি এজেন্টদের সঙ্গে বেঙ্গালুরুর বিখ্যাত এয়ারলাইন্স হোটেলে খোলামেলা আলোচনায় রাহুল গান্ধি৷
advertisement
advertisement
ভিডিও-তে দেখা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সঙ্গে একই টেবলে বসে ধোসা এবং কফি খাচ্ছেন রাহুল গান্ধি৷ পাশাপাশি তাঁদের বিভিন্ন ধরনের সমস্যার কথাও শুনছেন তিনি৷ রাহুল গান্ধিকে একসময় বলতে শোনা যায়, আপনাদের এত সমস্যা, অথচ কখনও সংবাদমাধ্যমে কোথাও তা নিয়ে কিছু দেখি না৷
advertisement
advertisement
খাওয়াদাওয়া এবং আলাপচারিতা শেষে এক ডেলিভারি এজেন্টের স্কুটারে নীল হেলমেট পরে চেপে বসেন রাহুল গান্ধি৷ ওই স্কুটারে করেই তিনি প্রায় দু কিলোমিটার দূরে নিজের হোটেলে ফেরেন বলে খবর৷
ভারত জোড়ো যাত্রার সময় থেকেই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগ তৈরির চেষ্টা করছেন রাহুল গান্ধি৷ বড় বড় সভার থেকেও মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত কথাবার্তা, একই সঙ্গে বসে খাওয়াদাওয়া, সাক্ষাতের উপরে জোর দিয়েছেন তিনি৷ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সমস্যাও জানছেন কংগ্রেস নেতা৷
advertisement
গত মাসেও রমজানের সময় পুরনো দিল্লির বাজারে গিয়ে সেখানকার বিখ্যাত বিভিন্ন পদ চেখে দেখেছিলেন রাহুল৷ গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গিয়ে আবাসিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি৷
কর্ণাটকে ভোটের আগে মাত্র তিন দিন বাকি৷ তার আগে সোমবারও একাধিক সভা করার কথা রয়েছে রাহুল গান্ধির৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: পাতে মশলা ধোসা, স্কুটিতে সওয়ার! কর্ণাটকে বাজিমাত করতে কী কৌশল রাহুল গান্ধির?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement