কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা

Last Updated:

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ কংগ্রেস ভোট প্রচারে দেশের তাবড় তাবড় নেতার তালিকা তৈরি করেছে ৷ কিন্তু সেই তারকা তালিকায় নাম নেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ৷

#বেঙ্গালুরু: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ কংগ্রেস ভোট প্রচারে দেশের তাবড় তাবড় নেতার তালিকা তৈরি করেছে ৷ কিন্তু সেই তারকা তালিকায় নাম নেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ৷ জানা গেছে সনিয়ার শরীর ভাল নেই বলেই এই প্রচার কর্মীসূচি থেকে তাঁকে অব্য়াহতি দেওয়া হয়েছে ৷
কংগ্রেসের তারকা প্রচার প্যানেলে আছেন অখিলেশ যাদব, শরদ পাওয়ার, তেজস্বী যাদব প্রমুখরা ৷ কংগ্রেস শরদ পাওয়ারকে দিয়ে বেশির ভাগ সভা করানোর পক্ষে ৷ বেঙ্গালুরুর সংলগ্ন অঞ্চলে যেহেতু বিহার ও উত্তরপ্রদেশের লোকজনের বসতি, কংগ্রেস নেতৃত্ব সেখানে তাই অখিলেশ যাদব ও তেজস্বী যাদবকে দিয়ে সভা করিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করবে ৷
advertisement
advertisement
এছাড়াও কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তারকা তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, সচিন পাইলট, নভজ্যোৎ সিং সিধু, শশী থারুর, চিত্র তারকা নগমা, খুশবু প্রমুখরা ৷
advertisement
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচন ১২ মে, ম্যাজিক ফিগার ১১৩ ৷ বর্তমানে কংগ্রেসের কাছে ১২২ টি আসন ও বিজেপির কাছে ৪২ টি আসন, জেডিএউএসের ঝুলিতে ৩৭ টি আসন আছে ৷
নিঃসন্দেহে বলাই যেতে পারে যেখানে কংগ্রেসের কাছে রাজত্ব ধরে রাখার লড়াই তো সেখানে বিজেপির কাছে আরও একটি রাজ্যে ক্ষমতা দখলের হাতছানি ৷ সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি মাঝে অপেক্ষার আর মাত্র কয়েক দিন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement