#বেঙ্গালুরু: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ কংগ্রেস ভোট প্রচারে দেশের তাবড় তাবড় নেতার তালিকা তৈরি করেছে ৷ কিন্তু সেই তারকা তালিকায় নাম নেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ৷ জানা গেছে সনিয়ার শরীর ভাল নেই বলেই এই প্রচার কর্মীসূচি থেকে তাঁকে অব্য়াহতি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড জানাল রিজার্ভ ব্যাঙ্ক
কংগ্রেসের তারকা প্রচার প্যানেলে আছেন অখিলেশ যাদব, শরদ পাওয়ার, তেজস্বী যাদব প্রমুখরা ৷ কংগ্রেস শরদ পাওয়ারকে দিয়ে বেশির ভাগ সভা করানোর পক্ষে ৷ বেঙ্গালুরুর সংলগ্ন অঞ্চলে যেহেতু বিহার ও উত্তরপ্রদেশের লোকজনের বসতি, কংগ্রেস নেতৃত্ব সেখানে তাই অখিলেশ যাদব ও তেজস্বী যাদবকে দিয়ে সভা করিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করবে ৷
এছাড়াও কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তারকা তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, সচিন পাইলট, নভজ্যোৎ সিং সিধু, শশী থারুর, চিত্র তারকা নগমা, খুশবু প্রমুখরা ৷
আরও পড়ুন : দলের অন্দরে ইয়েচুরির প্রস্তাব মান্যতা পেল, জিতল বেঙ্গল লাইন
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচন ১২ মে, ম্যাজিক ফিগার ১১৩ ৷ বর্তমানে কংগ্রেসের কাছে ১২২ টি আসন ও বিজেপির কাছে ৪২ টি আসন, জেডিএউএসের ঝুলিতে ৩৭ টি আসন আছে ৷
নিঃসন্দেহে বলাই যেতে পারে যেখানে কংগ্রেসের কাছে রাজত্ব ধরে রাখার লড়াই তো সেখানে বিজেপির কাছে আরও একটি রাজ্যে ক্ষমতা দখলের হাতছানি ৷ সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি মাঝে অপেক্ষার আর মাত্র কয়েক দিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka Congress, Karnataka Election 2018, Sonia Gandhi