Karnataka Crisis: স্পিকারের কাছে সশরীরে গিয়ে ইস্তফা দিন, বিক্ষুব্ধ বিধায়কদের নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিদ্রোহী বিধায়করা৷ সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার৷ নইলে রাজনৈতিক সংকট আরও বাড়বে৷ বৃহস্পতিবার একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে৷

#বেঙ্গালুরু: একে একে স্পিকারের কাছে নিজে গিয়ে সন্ধে ৬টার মধ্যে ইস্তফাপত্র দেওয়ার জন্য কর্নাটকের কংগ্রেস-জেডিএসের ১০ জন বিক্ষুব্ধ বিধায়ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালতের নির্দেশ, আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে৷ স্পিকারের সিদ্ধান্ত শুক্রবার শুনবে সুপ্রিম কোর্ট৷
advertisement
স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিদ্রোহী বিধায়করা৷ সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার৷ নইলে রাজনৈতিক সংকট আরও বাড়বে৷ বৃহস্পতিবার একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে৷ ওই হোটেলেই রয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা৷ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার দেখা করতে যান ওই বিধায়কদের সঙ্গে। নিজের নামে হোটেলের একটা ঘর বুক করেন৷ শিবকুমার গেটে পৌঁছতেই বাধা পান। স্লোগান ওঠে, শিবকুমার গো ব্যাক। মুম্বই পুলিশের বাধায় সেই হোটেলে পৌঁছতেই পারেননি তিনি। পুলিশ আটক করে শিবকুমারকে।
advertisement
এ হেন পরিস্থিতিতে কংগ্রেসের আরও দুই বিধায়ক এম টি বি নাগরাজ এবং কে সুধাকর ইস্তফা দেন। এর ফলে ১৩ জন কংগ্রেসের, জেডিএসের ৩ জন ও ২ জন নির্দল বিধায়ক এইচ ডি কুমারস্বামীকে ছেড়ে গিয়েছেন। শিবকুমার বলেন, 'রাজনীতিতে কেউ বন্ধু নন, কেউ শত্রু নন৷ বন্ধুদের সঙ্গে দেখা না করে ফিরব না। ওঁদের সঙ্গে বসে কফি খেতেই মুম্বইয়ে এসেছি।'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Crisis: স্পিকারের কাছে সশরীরে গিয়ে ইস্তফা দিন, বিক্ষুব্ধ বিধায়কদের নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement