Karnataka Assembly Election Result: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, থাকতে পারেন ৩ উপ-মুখ্যমন্ত্রী

Last Updated:

Karnataka Assembly Election Result: সূত্রের খবর সিদ্দারামাইয়া অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে সিদ্দারামাইয়া
কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে সিদ্দারামাইয়া
বেঙ্গালুরু: বিরাট সাফল্যের পরে জয়ী বিধায়কদের নিয়ে রবিবার বৈঠকে বসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসে বিরাট সাফল্যে পরে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, কিছুটা এগিয়ে রয়েছে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। অন্যদিকে, ডিকে শিবকুমারের নামও ভেসে আসছে। তবে কংগ্রেস শিবির থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি।
সূত্রের খবর, সিদ্দারামাইয়া অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। সেই সঙ্গে সম্ভবত তিন জন উপ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। একজন উপ মুখ্যমন্ত্রী সম্ভবত লিঙ্গায়েত সম্প্রদায়ের হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সকলের নজর রবিবারের বৈঠকের দিকে। কর্ণাটকে কংগ্রেসের জয়ী বিধায়ক দলের বৈঠকের পর বিধায়কদের মতামত ও হাইকমান্ডের অনুমোদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে।
advertisement
advertisement
এদিন গণনার শুরু থেকেই এগিয়ে ছিল কংগ্রেস। অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে এসেছে ১৩৬টি আসন। অনেক পিছিয়ে বিজেপির হাতে ৬৫টি আসন। জেডিএস-র হাতে ১৯টি আসন। অন্যান্য জিতেছে ৩টি আসনে।
advertisement
কর্ণাটকের ফলের জেরে এদিন রাহুল গান্ধি আরও বলেন, “কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ। এখন ভালবাসার সময় শুরু হল। এটা সত্যের জিত। এটা কর্ণাটকের জনগণের জয়। কর্ণাটকে বিধানসভার প্রচারে আমরা জনগণের কাছে ৫টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ৫টা প্রতিশ্রুতি পূরণ করব।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Assembly Election Result: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, থাকতে পারেন ৩ উপ-মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement