বেঙ্গালুরু: বিরাট সাফল্যের পরে জয়ী বিধায়কদের নিয়ে রবিবার বৈঠকে বসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসে বিরাট সাফল্যে পরে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, কিছুটা এগিয়ে রয়েছে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। অন্যদিকে, ডিকে শিবকুমারের নামও ভেসে আসছে। তবে কংগ্রেস শিবির থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি।
সূত্রের খবর, সিদ্দারামাইয়া অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। সেই সঙ্গে সম্ভবত তিন জন উপ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। একজন উপ মুখ্যমন্ত্রী সম্ভবত লিঙ্গায়েত সম্প্রদায়ের হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সকলের নজর রবিবারের বৈঠকের দিকে। কর্ণাটকে কংগ্রেসের জয়ী বিধায়ক দলের বৈঠকের পর বিধায়কদের মতামত ও হাইকমান্ডের অনুমোদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে।
এদিন গণনার শুরু থেকেই এগিয়ে ছিল কংগ্রেস। অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে এসেছে ১৩৬টি আসন। অনেক পিছিয়ে বিজেপির হাতে ৬৫টি আসন। জেডিএস-র হাতে ১৯টি আসন। অন্যান্য জিতেছে ৩টি আসনে।
আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি
আরও পড়ুন, ‘বিজেপি কিন্তু বিধায়কদের টানার চেষ্টা করবে,’ আগের ঘটনা কংগ্রেসকে বললেন কমলনাথ
কর্ণাটকের ফলের জেরে এদিন রাহুল গান্ধি আরও বলেন, “কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ। এখন ভালবাসার সময় শুরু হল। এটা সত্যের জিত। এটা কর্ণাটকের জনগণের জয়। কর্ণাটকে বিধানসভার প্রচারে আমরা জনগণের কাছে ৫টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ৫টা প্রতিশ্রুতি পূরণ করব।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka, Siddaramaiah