Kangana Ranaut কৃষি আইন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে! ২৪ ঘণ্টার মধ্যেই ঢোক গিলতে বাধ্য হলেন কঙ্গনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল কঙ্গনা দাবি করেছিলেন, বিতর্কিত যে তিন নতুন কৃষি আইন নরেন্দ্র মোদি সরকার বাতিল করেছে, তা কৃষকদের স্বার্থেই ফিরিয়ে আনা উচিত৷
নয়াদিল্লি: চাপে পড়ে কৃষি আইন নিয়ে নিজের বিতর্কিত মন্তব্য ফিরিয়ে নিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ কৃষি আইন ফেরত আনা নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত বলেও দাবি করেছেন কঙ্গনা৷ বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি৷
গতকাল কঙ্গনা দাবি করেছিলেন, বিতর্কিত যে তিন নতুন কৃষি আইন নরেন্দ্র মোদি সরকার বাতিল করেছে, তা কৃষকদের স্বার্থেই ফিরিয়ে আনা উচিত৷ কঙ্গনার এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে৷ হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে দলের তারকা সাংসদের এ হেন মন্তব্যে চাপে পড়ে বিজেপিও৷ কংগ্রেস অভিযোগ করে, কঙ্গনাকে সামনে রেখে বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার ছক কষছে বিজেপি৷
advertisement
এ দিন অবশ্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেন, ‘গতকাল সংবাদমাধ্যম আমকে কৃষি আইন নিয়ে প্রশ্ন করায় আমি বলেছিলাম যে কৃষকদেরই উচিত এই তিন আইন ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা৷ যদিও আমার এই মন্তব্য অনেককেই হতাশ করেছে৷ তবে আমার এখন মাথায় রাখতে হবে, আমি এখন আর শুধু একজন অভিনেতা নই, বিজেপি-র একজন সাংসদও৷ ফলে এখন আমি যে মন্তব্যই করব তা আমার দলের পক্ষ থেকে হবে, আমার ব্যক্তিগত নয়৷ আমার মন্তব্য অনেককেই আঘাত করেছে, তার জন্য আমি দুঃখিত৷ আমি নিজের কথা ফিরিয়ে নিচ্ছি৷’
advertisement
advertisement
মঙ্গলবার কঙ্গনা বলেন, ‘আমি যা বলছি তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কৃষি আইনগুলি ফেরত আনা উচিত৷ কারণ এই আইনগুলি কৃষকদের স্বার্থেই তৈরি করা হয়েছিল৷ নিজেদের সমৃদ্ধির জন্যই কৃষকদের এই দাবি তোলা উচিত৷ কৃষকরা দেশের উন্নতির স্তম্ভ৷ কয়েকটি মাত্র রাজ্য এই আইনগুলির বিরোধিতা করেছিল৷ কৃষকদের স্বার্থেই এই আইনগুলি ফেরত আনার দাবি জানাচ্ছি আমি৷’
advertisement
Do listen to this, I stand with my party regarding Farmers Law. Jai Hind 🇮🇳 pic.twitter.com/wMcc88nlK2
— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2024
কঙ্গনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কৃষকদর উপরে চাপিয়ে দেওয়া তিনটি কৃষি আইন ফেরত আনার দাবি জানাচ্ছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ দেশের ৭৫০ জন কৃষক শহিদ হওয়ার পর মোদি সরকারের ঘুম ভেঙেছে৷ বিজেপি সাংসদ আবার এই আইনগুলি ফেরত আনার ছক কষছেন৷ কংগ্রেস কৃষকদের সঙ্গে রয়েছে৷ নরেন্দ্র মোদি অথবা তাঁর সাংসদ যতই জোর করুন না কেন, এই কালো আইনগুলি কোনওদিনই ফিরবে না৷’
advertisement
২০২০ সালে সংসদে তিনটি নতুন কৃষি আইন পাস হওয়ার পর পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন৷ প্রায় এক বছর দিল্লি সীমান্তে চলে কৃষকদের অবস্থান বিক্ষোভ৷ শেষ পর্যন্ত কৃষকদের চাপের কাছে নতি স্বীকার করে তিনটি বিতর্কিত কৃষি আইনই বাতিল ঘোষণা করে মোদি সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2024 3:18 PM IST