Kamala Pasand Housewife Death Update: বোনকে মারত শাশুড়ি, স্বামীর অবৈধ সম্পর্ক! পান মশলা নির্মাতার পুত্রবধূর মৃত্যুর পর অভিযোগ ভাইয়ের

Last Updated:

তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে৷ সেখানেও দীপ্তির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে গিয়েছেন৷

দিল্লিতে উদ্ধার হয় দীপ্তি চৌরাসিয়ার ঝুলন্ত দেহ৷
দিল্লিতে উদ্ধার হয় দীপ্তি চৌরাসিয়ার ঝুলন্ত দেহ৷
কমলা পসন্দ এবং রাজশ্রী পান মশলা নির্মাণকারী সংস্থার কর্ণধার কমল কিশোর চৌরাসিয়ার পুত্রবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ মৃত দীপ্তি চৌরাসিয়ার (৪০) ভাই অভিযোগ করলেন, শ্বশুরবাড়িতে তাঁর বোনকে মারধর করা হত৷ শুধু তাই নয়, দীপ্তির স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল বলে অভিযোগ করেছেন মৃতার ভাই৷
মঙ্গলবার বিকেলে দিল্লির বসন্ত বিহার এলাকায় দীপ্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷ সম্প্রতি হরপ্রীত দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীকে দ্বিতীয় বার বিয়ে করেছেন বলে খবর৷ স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়ার পর মানসিক অবসাদ থেকেই দীপ্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর৷
advertisement
সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে৷ সেখানেও দীপ্তির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে গিয়েছেন৷
advertisement
সংবাদসংস্থা এএনআই-কে দীপ্তির দাদা ঋষভ অভিযোগ করেন, ওরা আমার বোনকে মারধর করত৷ আমার বোনের শাশুড়ি ওকে মারধর করত৷ আমরা বোনকে নিয়ে কলকাতা ফিরে এসেছিলাম৷ কিন্তু ওরা হাতজোড় করে বলেছিল আমার বোনকে মেয়ের মতো রাখবে৷ তার পরে ওরা বোনকে নিয়ে গিয়েছিল৷ তখন মামলাও চলেছিল৷ এর পরেও আমার বোনের উপরে অত্যাচার চলতে থাকে৷ আমার বোনের স্বামীও আবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ আমার বোন ফোনে আমাদের সব জানাত৷ এই সমস্ত চাপে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়৷ এত নির্যাতন সহ্য করতে করতে আমার বোন শেষ হয়ে গিয়েছিল৷ আমার বোন আত্মহত্যা করেছে নাকি ওকে মেরে ফেলেছে আমি জানি না৷ আমার ভগ্নীপতিও আমার বোনকে মারধর করত৷ আমার বোনের স্বামী ওকে মারধরও করত৷
advertisement
যদিও দীপ্তির ভাইয়ের সঙ্গে থাকা আইনজীবী দাবি করেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার পর দুই পরিবারই একজোট হয়ে রয়েছে৷ বোনকে হারানোর মানসিক যন্ত্রণা থেকেই দীপ্তির ভাই এই ধরনের অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি৷
কমলা পসন্দ পান মশলার ব্যবসা কানপুর, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ছড়িয়ে রয়েছে৷ কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোর চৌরাসিয়া৷ কানপুরের ফিল্ডখানা এলাকা থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন কমল কান্ত চৌরাসিয়া৷ ৪০-৪৫ বছর আগে ছোট গুমটি দোকান থেকে খুচরো পান মশলা বিক্রি করতেন তিনি৷ সেখান থেকে শুরু করে আজ তাঁর সংস্থার কয়েকশো কোটি টাকার লেনদেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kamala Pasand Housewife Death Update: বোনকে মারত শাশুড়ি, স্বামীর অবৈধ সম্পর্ক! পান মশলা নির্মাতার পুত্রবধূর মৃত্যুর পর অভিযোগ ভাইয়ের
Next Article
advertisement
‘আমরা ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলার অস্ত্রোপচার ছোট্ট ছেলের, ভেঙে পড়লেন মা!
‘ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলায় অস্ত্রোপচার ছেলের, ভেঙে পড়লেন মা
  • সাক্ষী পাহাওয়ার ছেলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে চিকিৎসকদের অস্ত্রোপচার করতে হয়.

  • দিল্লি-এনসিআর দূষণের কারণে সাক্ষীর ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়, চিকিৎসায় কাজ হয়নি.

  • দূষণের কারণে ছেলের অ্যাডিনয়েড ও টনসিল স্টেজ-৪ পর্যায়ে পৌঁছে যায়, অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না.

VIEW MORE
advertisement
advertisement