Kamal Haasan in Politics: সব ঠিক... এবার রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান! কন্নড় ভাষা নিয়ে বিতর্কের মাঝেই বড় খবর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডিএমকে যে চারটি আসন জিততে পারে, তার মধ্যে একটি হতে পারে কমল হাসানের। সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে তাঁর মন্তব্য কন্নড় আন্দোলনকারীদের মধ্যে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করেছিল৷
নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান৷ সরাসরি নির্বাচনী রাজনীতির মধ্যে না গিয়ে এবার রাজ্যসভার সদস্য হওয়ার মাধ্যমে নিজের সাংসদ ইনিংস শুরু করতে পারেন বর্ষীয়ান দক্ষিণী সুপারস্টার কমল হাসান৷ ডিএমকে জানিয়েছে, নির্বাচনী চুক্তি অনুসারে জোটের মাধ্যমে রাজ্যসভা নির্বাচনে হাসানকে প্রার্থী করতে চলেছেন তাঁরা। লোকসভা নির্বাচনের আগে ২০২৪ সালের মার্চ মাসে মাক্কাল নিধি মায়াম আনুষ্ঠানিকভাবে ডিএমকে-নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট এসপিএ-এ তে যোগ দিয়েছিলেন কমল হাসান৷ সেই সময়েই তাঁকে এই আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
জুন এবং জুলাই মাসে রাজ্যসভার নিরিখে তামিলনাড়ুর মোট ৬টি আসন খালি হবে। ক্ষমতাসীন ডিএমকে-নেতৃত্বাধীন জোট তার মধ্যে চারটিতে জয়লাভ করবে বলে মনে হচ্ছে৷ অন্যদিকে, এআইএডিএমকে এবং সে দলের জোটের অংশীদার পিএমকে বর্তমানে তাদের হাতে থাকা দুটি আসন ধরে রাখার চেষ্টা করবে।
ডিএমকে যে চারটি আসন জিততে পারে, তার মধ্যে একটি হতে পারে কমল হাসানের। সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে তাঁর মন্তব্য কন্নড় আন্দোলনকারীদের মধ্যে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করেছিল৷
advertisement
advertisement
বেঙ্গালুরুতে নিজের সিনেমা ‘ঠাগ লাইফ’-এর প্রচারে গিয়ে কমল হাসান মন্তব্য করেছিলেন যে, কন্নড় ভাষার শিকড় আসলে তামিল থেকে এসেছে৷ তাই এই কথাই সমর্থন করেননি কন্নড় ভাষা আন্দোলনকারীরা৷
advertisement
এমনকি, কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রও তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছিলেন৷ কমল হাসানের এহেন বিতর্কিত মন্তব্যের মাঝেই এবার তাঁর রাজনীতিতে হাতেখড়ির খবর সামনে এল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 28, 2025 10:55 AM IST