corona virus btn
corona virus btn
Loading

এমন কামাক্ষ্যা দেখা যায়নি আগে, ৪০০ বছরের পুরনো রীতি বন্ধ! অম্বুবাচীতে ভক্তশূন্য সতীপীঠ

এমন কামাক্ষ্যা দেখা যায়নি আগে, ৪০০ বছরের পুরনো রীতি বন্ধ! অম্বুবাচীতে ভক্তশূন্য সতীপীঠ

কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের ।

  • Share this:

#অসম: করোনা প্রকোপ বেড়েই চলেছে দিনের পর দিন । দেশে সংক্রমণের মাত্রা ভয়াবহ । ফলে এ বছর হচ্ছে না সতীপীঠ কামাক্ষ্যার প্রাচীন অম্বুবাচী মেলা । ১৭ শতাব্দী থেকে চলে আসা এই মেলার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটল। আজ, অর্থাৎ ২২ থেকে ২৬ তারিখ অম্বুবাচী মেলা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকার ধর্মীয় স্থান খোলার কথা বললেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছে । কিন্তু এই মেলায় যে পরিমাণ ভক্ত সমাগম হয় তাতে সেই নির্দেশিকা পালন প্রায় অসম্ভব বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ । তাই ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তবে প্রথা মেনে সমস্ত রীতি ও আচার পালন করা হচ্ছে ।

৫১ পীঠের একটি অন্যতম শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের । পঞ্চম দিনে ফের মন্দির খোলা হয় । এই সময় মায়ের আশীর্বাদ নিতে প্রতি বছর প্রায় ২৫ লাখ ভক্ত আসেন কামাক্ষ্যায়। সেই উপলক্ষ্যে বিশাল মেলা বসে । কিন্তু এ বছর বন্ধ হয়ে গেল ৪০০ বছরের পুরনো সেই মেলাই ।

সোমবার, সকাল ৭টা ৫৩ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী ৷ শেষ হবে বৃহস্পতিবার, ২৫ জুন রাত ৮টা বেজে ১৬ মিনিটে ৷ এই চার দিন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ ৷ ২৬ জুন সকালে ফের রীতি মেনে পুজো পাঠ শুরু হবে ৷

Published by: Simli Raha
First published: June 22, 2020, 12:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर