উত্তরপ্রদেশে মালগাড়ি ও এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ
Last Updated:
ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা ৷ রবিবার গভীর রাতে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ৷
#লখনউ: ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা ৷ রবিবার গভীর রাতে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ৷ ধাক্কার তীব্রতায় লাইনচ্যুত হয়ে যায় দুটি ট্রেনেরই বগি ৷ তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধারকাজ ৷ তবে এখনও কোনও হতাহতের খবর নেই ৷
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাত ১টা ৪০ মিনিট নাগাদ ৷ তুন্ডলা স্টেশনের কাছে দিল্লিগামী ভিওয়ানি-কানপুর কালিন্দী এক্সপ্রেসের ট্র্যাকে চলে আসে একটি মালগাড়ি ৷ রাতের অন্ধকারে কোনও কিছু বুঝে ওঠার আগে মুখোমুখি সংঘর্ষ ৷ তবে রেলের আধিকারিকদের বক্তব্য, দুই ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেনি ৷ কিন্তু যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷ যাত্রীদের সহায়তায় কানপুর, তুন্ডলায় খোলা হয়েছে হেল্পলাইন ৷
advertisement
সিগন্যালিং ব্যবস্থা নিয়ে সতর্ক করা সত্ত্বেও কিভাবে কালিন্দী এক্সপ্রেসের ট্র্যাকে মালগাড়িটি চলে এল তা খতিয়ে দেখবে রেল ৷ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা ৷
advertisement
দুর্ঘটনার কারণে ব্যাহত ওই এলাকায় ট্রেন চলাচল ৷ তুন্ডলা ও গাজিয়াবাদ মেইন শাখায় আপ ও ডাউন ট্রেনের পরিষেবা ব্যাহত ৷ আপ ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করে আগ্রা দিয়ে ঘোরানো হচ্ছে ৷ ডাউন ট্রেনগুলি ভায়া গাজিয়াবাদ হয়ে যাচ্ছে ৷
advertisement
Delhi-bound Kalindi Express collided with a freight train at Tundla junction at 2 AM affecting rail route b/w Delhi & Howrah, no casualties pic.twitter.com/41MXAoo9xJ
— ANI UP (@ANINewsUP) February 20, 2017
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2017 8:31 AM IST