নৃশংস! জানলার সঙ্গে কুকুরকে বেঁধে দিয়ে গাড়ি ছোটাল ডাক্তার! প্রতিবাদের গর্জন

Last Updated:

পায়ে গুরুতর চোট এবং গলায় আঘাত পেয়েছে কুকুরটি, জানিয়েছেন 'ডগ হোম ফাউন্ডেশন'-এর এক কর্মী। তাঁর অভিযোগ, পুলিশ শুরুর দিকে খুব বেশি সক্রিয় ছিল না।

#যোধপুর: যোধপুরের রাস্তায় নৃশংস ঘটনা! প্রতিবাদে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া। অবলা পশুকে অত্যাচার করে আটক যোধপুরবাসী চিকিৎসক, প্লাস্টিক সার্জন।
ট্যুইটারে ভাইরাল হওয়া সে ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা গাড়ি চলছে রাস্তায়। তার জানলায় বাঁধা রয়েছে একটি দড়ি। আর সেই দড়ির প্রান্তেই রয়েছে একটি কুকুর। গাড়ির গতিবেগের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলার চেষ্টা করে চলেছে নিরীহ পশুটি। পাশে কয়েকটি বাইক চলছিল। আর সেখান থেকেই ভিডিওটি করা হয়েছে। বাইক আরোহীরা সম্ভবত গাড়ি থামিয়ে কুকুরটিকে উদ্ধার করেন। স্থানীয়রাই অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
advertisement
তাঁরাই 'ডগ হোম ফাউন্ডেশন'-এ খবর দেন। সংগঠনের পক্ষ থেকে ট্যুইট করা হয় ভিডিওটি। চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে। তার পরেই আটক করা হয় প্লাস্টিক সার্জনকে। পুলিশ সূত্রে খবর, কুকুরটি চিকিৎসকের বাড়ির পাশেই রাস্তায় থাকে। এবং কুকুরটিকে সরানোর চেষ্টা করছিলেন ডা. রজনীশ গালওয়া।
advertisement
পায়ে গুরুতর চোট এবং গলায় আঘাত পেয়েছে কুকুরটি, জানিয়েছেন 'ডগ হোম ফাউন্ডেশন'-এর এক কর্মী। তাঁর অভিযোগ, পুলিশ শুরুর দিকে খুব বেশি সক্রিয় ছিল না। তাঁর কথায়, 'পুলিশ অকারণে অ্যাম্বুলেন্সটিকে থানায় নিয়ে যায় এবং কুকুরটিকে ছেড়ে দিতে বলা সত্ত্বেও এক ঘণ্টার বেশি সময় ধরে সেখানে রাখে। আহত কুকুরটির চিকিৎসায় দেরি হয়। পুলিশ ডাক্তারের প্রভাবে কাজে দেরি করছিল। দু'ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়।'
advertisement
ইতিমধ্যে এসএন মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসককে শো কজ নোটিস পাঠানো হয়েছে। বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই ঘটনার জবাব দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস! জানলার সঙ্গে কুকুরকে বেঁধে দিয়ে গাড়ি ছোটাল ডাক্তার! প্রতিবাদের গর্জন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement