কল করলে টাকা কাটবে জিও, তাহলে কি আর Free থাকছে না পরিষেবা? জানুন...
Last Updated:
#কলকাতা: সম্পূর্ণ বিনামূল্য ফোনকলের সুবিধা শেষ৷ এবার থেকে অন্য নেটওয়ার্কে ফোন করলেই গ্রাহকদের গুণতে হবে বাড়তি টাকা৷ মিনিট প্রতি ৬ পয়সা চার্জ করতে চলেছে জিও৷ এই নিয়ম শুরু হচ্ছে ৯ অক্টোবর থেকে৷ এতদিন জিও-র নানাবিধ অফার এবং প্ল্যানে বিনামূল্য কলে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন গ্রাহকরা৷ এবার তাদেরই মাথায় হাত৷ অন্য নেটওয়ার্কে কল করলে যে চার্জটি বসতে চলছে তাকে বলা হচ্ছে ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বা IUC ৷
আরও পড়ুন গ্রাহকদের জন্য Jio-এর নয়া অফার, এই প্ল্যান রিচার্জ করলে আউটগোয়িং কলে লাগবে না আলাদা কোনও চার্জ
এতদিন সংস্থাকেই দিতে হত এই বিশষ চার্জটি৷ যে কোনও আউটগোইং কলেই আইইউসি চার্জ বসে৷ ১ জানুয়ারি ২০২০-তে এই চার্জ শূন্য করার কথা আগে জানিয়েছিল ট্রাই৷ তবে এই বিশেষ শুল্ক নিয়ে ফের চিন্তাভাবনা শুরু করেছে টেলিকম রেগুলেটরি অব ইন্ডিয়া৷ নির্ধারিত দিনটি আরও পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
কোনও ভাবে গ্রাহকদের ওপর চাপ দিতে চায় না জিও৷ তাই জানানো হয়েছে যে বাড়তি মূল্যের কলচার্জের জন্য মিলবে বাড়তি ডেটার সুবিধা৷ যতদিন না পর্যন্ত ট্রাই এই চার্জ পুরোপুরি শূন্য করবে ততদিন গ্রাহকদের এই বাড়তি টাকা দিতে হবে৷ তবে বিনামূল্যের আউটগোইং-এর সুবিধাও থাকবে৷ জিও থেকে জিও ফোনে কোনও চার্জ লাগবে না৷ এছাড়াও জিও থেকে কোন ল্যান্ডলাইনে ফোন করলেও গুণতে হবে না বাড়তি টাকা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2019 9:39 PM IST