কল করলে টাকা কাটবে জিও, তাহলে কি আর Free থাকছে না পরিষেবা? জানুন...

Last Updated:
#কলকাতা: সম্পূর্ণ বিনামূল্য ফোনকলের সুবিধা শেষ৷ এবার থেকে অন্য নেটওয়ার্কে ফোন করলেই গ্রাহকদের গুণতে হবে বাড়তি টাকা৷ মিনিট প্রতি ৬ পয়সা চার্জ করতে চলেছে জিও৷ এই নিয়ম শুরু হচ্ছে ৯ অক্টোবর থেকে৷ এতদিন জিও-র নানাবিধ অফার এবং প্ল্যানে বিনামূল্য কলে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন গ্রাহকরা৷ এবার তাদেরই মাথায় হাত৷ অন্য নেটওয়ার্কে কল করলে যে চার্জটি বসতে চলছে তাকে বলা হচ্ছে ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বা IUC ৷
এতদিন সংস্থাকেই দিতে হত এই বিশষ চার্জটি৷ যে কোনও আউটগোইং কলেই আইইউসি চার্জ বসে৷ ১ জানুয়ারি ২০২০-তে এই চার্জ শূন্য করার কথা আগে জানিয়েছিল ট্রাই৷ তবে এই বিশেষ শুল্ক নিয়ে ফের চিন্তাভাবনা শুরু করেছে টেলিকম রেগুলেটরি অব ইন্ডিয়া৷ নির্ধারিত দিনটি আরও পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
কোনও ভাবে গ্রাহকদের ওপর চাপ দিতে চায় না জিও৷ তাই জানানো হয়েছে যে বাড়তি মূল্যের কলচার্জের জন্য মিলবে বাড়তি ডেটার সুবিধা৷ যতদিন না পর্যন্ত ট্রাই এই চার্জ পুরোপুরি শূন্য করবে ততদিন গ্রাহকদের এই বাড়তি টাকা দিতে হবে৷ তবে বিনামূল্যের আউটগোইং-এর সুবিধাও থাকবে৷ জিও থেকে জিও ফোনে কোনও চার্জ লাগবে না৷ এছাড়াও জিও থেকে কোন ল্যান্ডলাইনে ফোন করলেও গুণতে হবে না বাড়তি টাকা৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কল করলে টাকা কাটবে জিও, তাহলে কি আর Free থাকছে না পরিষেবা? জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement