গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও, ১০ টাকায় পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা
Last Updated:
৯ অক্টোবরের পর থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে
রিলায়েন্স জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করলেই দিতে হবে চার্জ ৷ সেই ক্ষতি পুষিয়ে দিতে জিও সংস্থা গ্রাহকদের জন্য এনেছে নতুন টপ আপ প্ল্যান ৷ শর্ত মেনে যা রিচার্জ করলে প্রতি ১০ টাকা খরচে পাওয়া যাবে অতিরিক্ত ১ জিবি ডেটা ৷
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও ৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷ এতদিন জিও থেকে বিনামূল্যেই যে কোনও নেটওয়ার্কে কল করা যেত ৷ সমস্ত আউটগোয়িং কলই ছিল ফ্রি ৷
advertisement
অন্য মোবাইল অপারেটদের কল করতে হলে ৯ অক্টোবরের পর থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে ৷ প্রতিটি IUC টপ আপ প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা টক টাইম ৷ এই টপ আপ রিচার্জ করা থাকলে অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সময় ওই টপ আপের মাধ্যমে পাওয়া বাড়তি টক টাইম থেকেই ৬ পয়সা প্রতি মিনিট হারে চার্জ কাটা হবে ৷ এই অতিরিক্ত খরচের জন্য গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দিতে IUC টপ আপ-এর প্রতি ১০ টাকায় মিলবে অতিরিক্ত ১ জিবি ব্রডব্যান্ড ডেটা ৷ অর্থাৎ জিও গ্রাহকেরা কোনও অতিরিক্ত খরচ না করেই পেয়ে যাচ্ছেন আরও বেশি সুবিধা ৷
advertisement
advertisement
১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত IUC টপ আপ প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ ১০ টাকার প্ল্যানে গ্রাহকেরা অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২৪ মিনিট টক টাইম পাবেন ৷ ২০ টাকার IUC টপ আপে রয়েছে ২৪৯ মিনিট কলিংয়ের সুবিধা ৷ ৫০ টাকায় পাওয়া যাবে ৬৫৬ মিনিট ও ১০০ টাকার টপ আপে রয়েছে ১৩২৬ মিনিট অন্য মোবাইল অপারেটর গ্রাহককে কল করার সুবিধা ৷ একইসঙ্গে এই বাড়তি খরচের বদলে জিও গ্রাহকদের দিচ্ছে অতিরিক্ত ফ্রি ডেটা ৷ ১০ টাকার টপ আপে পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা, ২০ টাকায় ২ জিবি, ৫০ টাকায় ৫ জিবি এবং ১০০ টাকায় অতিরিক্ত ১০ জিবি ডেটা ৷
advertisement
An important announcement for Jio users. https://t.co/0RZ5AH6Tyq
— Reliance Jio (@reliancejio) October 9, 2019
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2019 7:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও, ১০ টাকায় পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা