Jim Corbett National Park Tigress: চোরাশিকারিদের ধারালো ফাঁদ বিঁধে আছে পেটে! ৩ শাবকের জন্ম দিল বাঘিনী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jim Corbett National Park Tigress: তিন জন বিশেষজ্ঞের একটি দল তাকে পরীক্ষা করছেন৷ এর পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে৷
রামনগর : চোরাশিকারিদের ফাঁদে ধরা পড়েছিল বাঘিনীটি৷ কোনওরকমে নিজেকে মুক্ত করে চতুষ্পদটি৷ কিন্তু তার পেটে বিঁধেই ছিল ফাঁদের খোলা ধারালো অংশ৷ সেই আঘাতে ক্ষতবিক্ষত হয়েই তিনটি শাবকের জন্ম দিল বাঘিনী৷ এই ঘটনা জিম করবেট জাতীয় উদ্যানের৷ আপাতত মা এবং শাবকদের ঠিকানা জাতীয় উদ্যানের ঢেলা বাঘ পুনর্বাসন কেন্দ্র৷ বাঘিনীর সদ্যোজাত শাবকরা সুস্থ আছে৷ তবে আট বছর বয়সি ওই বাঘিনীর পেটে বিঁধে থাকা লোহার ধারাল অংশচটি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের৷ তিন জন বিশেষজ্ঞের একটি দল তাকে পরীক্ষা করছেন৷ এর পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে৷ তবে ওই আঘাত ছাড়া সুস্থই আছে বাঘিনী৷ শাবক-সহ আইসোলেশন রয়েছে সদ্য মা হওয়া বাঘিনী৷
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জিম করবেট জাতীয় উদ্যানের কর্মীরা গত এপ্রিল মাসে বাঘিনীটিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান৷ তার পর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়৷ চার মাস ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন সন্তানসম্ভবা হওয়ায় অস্ত্রোপচার করে ফাঁদের অংশ বার করা যায়নি৷ তবে এ বার অস্ত্রোপচারের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে৷
advertisement
advertisement
পেটে ধারাল লোহা বিঁধে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেওয়া পশুদের ক্ষেত্রে বিরল বলেই ধারণা বিশেষজ্ঞদের৷ অন্তঃসত্ত্বা অবস্থায় অত্যন্ত আক্রমণাত্মক অবস্থায় ছিল বাঘিনীটি৷ তাই তাকে ‘জিরো ডিস্টার্ব্যান্স’ জোনে রাখা হয়েছে৷ কোনও ছবি বা ভিডিওর অনুমতি নেই সেখানে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 2:52 PM IST