শ্বশুরের পুরুষাঙ্গ খামচে খুন করলেন গৃহবধূ!

Last Updated:

শ্বশুরের পুরুষাঙ্গ খামচে খুন করলেন গৃহবধূ!

#ঝাড়খন্ড: সামান্য মোরগ লড়াই হারার পরিণতি যে এমন হতে পারে তা অভাবনীয় ৷ ঝগড়ার মাঝে বৃদ্ধ শ্বশুরের যৌনাঙ্গ খামচে খুনের অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৷
গ্রামের মেলায় অনুষ্ঠিত সামান্য এক মোরগ লড়াই হারের বলি হলেন এক বৃদ্ধ ৷ পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে নৃশংসভাবে খুন হন ওই বৃদ্ধ ৷ ঝামেলার সূত্রপাত গ্রামের মেলার মোরগ লড়াই নিয়ে ৷ সেই মোরগ লড়াইয়ে অংশ নিয়ে হেরে যান অভিযুক্তের স্বামী ৷ খেলার নিয়ম অনুসারে পরাজিত মোরগটিকে দিয়ে দেওয়া হয় ৷
advertisement
স্বামীর এই কাজে প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত অনিমা খাড়িয়া ৷ স্বামীর সঙ্গে প্রবল ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি ৷ প্রথম থেকেই এই খেলায় অংশ নেওয়ার বিরুদ্ধে ছিলেন অনিমা ৷ তার উপর মোরগ হেরে আসায় আরও ক্ষেপে যান ৷ স্বামী-স্ত্রীয়ের ঝগড়ায় অতিষ্ট হয়ে বৃদ্ধ শ্বসুর ঝগড়া থামাতে আসেন ৷ এতে ক্রুদ্ধ অনিমার সমস্ত রাগ গিয়ে পড়ে ওই নিরীহ বৃদ্ধের উপর ৷ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই খামচে ধরেন শ্বশুরের যৌনাঙ্গ ৷ যন্ত্রণায় ছটফটিয়ে ওঠেন বৃদ্ধ ৷ শ্বশুরের কাতরানি দেখেও ছাড়েন না অভিযুক্ত, বরং ক্রমাগত চাপ বাড়াতে থাকেন ৷ শেষ পর্যন্ত যন্ত্রণায় প্রাণ হারান ওই বৃদ্ধ ৷
advertisement
advertisement
অভিযুক্ত অনিমা খাড়িয়াকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার সময় অনিমা ও তাঁর স্বামী দুজনেই মদ্যপ ছিলেন বলে খবর ৷ পুলিশ জানিয়েছে, অটোপসি রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের ৷ অন্যদিকে, অভিযুক্ত জানিয়েছেন, পুরো ব্যাপারটিই অনিচ্ছাকৃত এবং একটি দুর্ঘটনামাত্র ৷ রাগের মাথায় তিনি সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শ্বশুরের পুরুষাঙ্গ খামচে খুন করলেন গৃহবধূ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement