Jharkhand News : গোটা গ্রামে বাস শুধুমাত্র একটি পরিবারের, পিছনে কোন কারণ? বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Jharkhand News : গোটা গ্রামে বাস করে শুধুমাত্র একটি পরিবার। বছর কুড়ি আগেও ছবিটা ছিল অন্য৷ রাতারাতি সব বদলে গেল কী করে?
ঝাড়খণ্ড: একটি গোটা গ্রামে মাত্র একটি বাড়িতেই রাতে আলো জ্বলে! গোটা জায়গায় মাত্র একটি পরিবারই বসবাস করে। গল্প নয় সত্যি ঘটনা৷
রাঁচি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে খুন্তির রানিয়া ব্লকে একটি গ্রামের কথা বলা হয়েছে৷ গ্রামের নাম চেংরে, যার মোট আয়তন ৮৭ হেক্টর৷ অবাক করার মতো বিষয় এটাই যে, এই গ্রামে মাত্র একটি পরিবারই বসবাস করে। এখানে বাড়ির সংখ্যা একাধিক৷ কিন্তু সেখানে মানুষ এখন আর থাকে না৷ দিনের পর দিন সেগুলি ফাঁকাই পরে থাকে৷
advertisement
আরও পড়ুন : জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি গেল শিশু! বিহারের সরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি ফুটেজ…
advertisement
এমন একটা গ্রাম দেখলে প্রশ্ন উঠতে বাধ্য, কেন এখানে আর কেউ থাকে না? সবাই বাড়িঘর ছেড়ে গেলেনই বা কোথায়?
বর্তমানে গ্রামে একটি মাত্র পরিবার বাস করে৷ যেখানে সবমিলিয়ে প্রায় নয়জন রয়েছে। পাঁচজন পুরুষ ও চারজন নারী। জীবিকা নির্বাহে তাদের অনেক অসুবিধা হয়, তবুও তারা এখানে থাকেন। ফাঁকা গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করতেই আসল কারণটি জানা যায়৷
advertisement
ওই পরিবারের সদস্য মনীশ বলছিলেন, ২০ বছর আগে ছবিটা এমন ছিল না৷ গ্রামে আরও ১২ থেকে ১৪টি পরিবার বাস করত। কিন্তু, খাবার ও আয়ের অভাবে ভিটে মাটি ছেড়ে চলে গিয়েছে তারা৷ তারা এখন অন্যত্র বসবাস করছেন৷
advertisement
মনীশের কথায়, “ধীরে ধীরে সবাই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, এখন শুধু আমাদের এখানে থাকি। এখানে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। ছাগল আর গরু চড়িয়ে কত আর আয় হয়? জীবিকার প্রয়োজনে অনেক সময় আমরা এদের বিক্রিও করে দিই।”
গ্রামের একমাত্র পরিবারের ওই সদস্য বলছিলেন, আগে এখানে যারা থাকত, তাদের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য রাঁচিতে থাকত। তারা ভালো চাকরি পেলে অভিভাবকদেরও এরপর সেখানে নিয়ে চলে যায়। ফেলে রেখে জমি, বাড়ি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 12:14 AM IST