Jharkhand Election Result 2019: মুখ্যমন্ত্রী পদের দাবিদার হেমন্ত সোরেনে ভরসা রাখাই তুরুপের তাস কংগ্রেসের

Last Updated:

হেমন্ত সোরেনদের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত এবার সুফল হিসেবে দেখা দিয়েছে কংগ্রেসের কাছেও

#নয়াদিল্লি : ঝাড়খন্ড বিধানসভা ভোটে পাঁচ পর্যায়ে ভোট হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে ৷ বিজেপি আর ক্ষমতা ধরে রাখতে পারছে না এটা বোঝা যেতে শুরু করে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, কংগ্রেস  ও আরজেডি -র জোট অনেকটাই এগিয়ে ৷ তারা ছাড়াও বেশ ভালো ফল করেছে রঘুবর দাসের এজেএসইউ ৷ আগে বিজেপির সঙ্গে থাকলেও এবার তারা বিধানসভা নির্বাচনে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ ঝাড়খন্ড বিকাশ মোর্চাও আসন পাওয়ার দাবিদার ৷ তারাও বেশ কয়েকটি সিটে এগিয়ে রয়েছে ৷
হেমন্ত সোরেনদের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত এবার সুফল হিসেবে দেখা দিয়েছে কংগ্রেসের কাছেও ৷ গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার তারাও ঝাড়খন্ডে বেশি সিট পেতে চলেছে ৷
hemant 1
advertisement
কংগ্রেস ভোটের সময়েই জানিয়ে দিয়েছিল যে হেমন্তকে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে মানতে তাদের শিবিরের পক্ষ থেকে কোনও অসুবিধা নেই ৷ ঝাড়খন্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হওয়া হেমন্ত সোরেনকে সমর্থন করার সিদ্ধান্তই কংগ্রেসের জন্য আশীর্বাদ হতে চলেছে ৷ অক্টোবর মাসেই ঝাড়খন্ডে সিট ভাগাভাগি করে নিয়েছিল কংগ্রেস ৷ ভোটে তারা জেএমএমকেই তারা বড় ভাই হিসেবে মেনে নিয়েছিল ৷ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ ধীরজ সাহু এ কথা বহুবার জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী এই তত্ত্বেই ঝাড়খন্ডে নির্বাচন প্রক্রিয়া চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছিলেন ৷
advertisement
হেমন্ত সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার অধ্যক্ষ ৷ বাবা শিবু সোরেন পদাঙ্ক অনুসরণ করেই তিনিও মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ ২০১৩ সালে হেমন্ত সোরেন আরজেডি, কংগ্রেস ও নির্দল নিয়ে সরকার গড়েছিলেন ৷ ২০১৪ অবধি পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে পদে আসীন ছিলেন তিনি ৷ ১৯৭৫ সালে জন্মেছেন হেমন্ত সোরেন . রাজনীতির পোড় খাওয়া আঙিনায় নিজের বুদ্ধিতে স্বচ্ছন্দ বিচরণ করেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন ৷
advertisement
মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি ৷ রাজ্য মদ বন্ধের ক্ষেত্রে জোরালো দাবিদার তিনি ৷ অর্জুন মুন্ডা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী ৷ বাবা শিবু সোরেন যেভাবে লোকজনের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখেন ঠিক তেমনিই হেমন্ত সোরেনও সেভাবেই কাজ করেন ৷ আদিবাসীরা মদের নেসায় জীবন কাটিয়ে সমস্ত কিছু নষ্ট করে ফেলে, এই বিষয়টিকে পরিবর্তিত করে রাজ্যের অর্থনীতিতে এদের সক্রিয়ভাবে কাজে লাগাতে চান হেমন্ত সোরেন ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Result 2019: মুখ্যমন্ত্রী পদের দাবিদার হেমন্ত সোরেনে ভরসা রাখাই তুরুপের তাস কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement