Jharkhand Election Result 2019: মুখ্যমন্ত্রী পদের দাবিদার হেমন্ত সোরেনে ভরসা রাখাই তুরুপের তাস কংগ্রেসের

Last Updated:

হেমন্ত সোরেনদের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত এবার সুফল হিসেবে দেখা দিয়েছে কংগ্রেসের কাছেও

#নয়াদিল্লি : ঝাড়খন্ড বিধানসভা ভোটে পাঁচ পর্যায়ে ভোট হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে ৷ বিজেপি আর ক্ষমতা ধরে রাখতে পারছে না এটা বোঝা যেতে শুরু করে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, কংগ্রেস  ও আরজেডি -র জোট অনেকটাই এগিয়ে ৷ তারা ছাড়াও বেশ ভালো ফল করেছে রঘুবর দাসের এজেএসইউ ৷ আগে বিজেপির সঙ্গে থাকলেও এবার তারা বিধানসভা নির্বাচনে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ ঝাড়খন্ড বিকাশ মোর্চাও আসন পাওয়ার দাবিদার ৷ তারাও বেশ কয়েকটি সিটে এগিয়ে রয়েছে ৷
হেমন্ত সোরেনদের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত এবার সুফল হিসেবে দেখা দিয়েছে কংগ্রেসের কাছেও ৷ গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার তারাও ঝাড়খন্ডে বেশি সিট পেতে চলেছে ৷
hemant 1
advertisement
কংগ্রেস ভোটের সময়েই জানিয়ে দিয়েছিল যে হেমন্তকে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে মানতে তাদের শিবিরের পক্ষ থেকে কোনও অসুবিধা নেই ৷ ঝাড়খন্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হওয়া হেমন্ত সোরেনকে সমর্থন করার সিদ্ধান্তই কংগ্রেসের জন্য আশীর্বাদ হতে চলেছে ৷ অক্টোবর মাসেই ঝাড়খন্ডে সিট ভাগাভাগি করে নিয়েছিল কংগ্রেস ৷ ভোটে তারা জেএমএমকেই তারা বড় ভাই হিসেবে মেনে নিয়েছিল ৷ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ ধীরজ সাহু এ কথা বহুবার জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী এই তত্ত্বেই ঝাড়খন্ডে নির্বাচন প্রক্রিয়া চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছিলেন ৷
advertisement
হেমন্ত সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার অধ্যক্ষ ৷ বাবা শিবু সোরেন পদাঙ্ক অনুসরণ করেই তিনিও মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ ২০১৩ সালে হেমন্ত সোরেন আরজেডি, কংগ্রেস ও নির্দল নিয়ে সরকার গড়েছিলেন ৷ ২০১৪ অবধি পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে পদে আসীন ছিলেন তিনি ৷ ১৯৭৫ সালে জন্মেছেন হেমন্ত সোরেন . রাজনীতির পোড় খাওয়া আঙিনায় নিজের বুদ্ধিতে স্বচ্ছন্দ বিচরণ করেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন ৷
advertisement
মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি ৷ রাজ্য মদ বন্ধের ক্ষেত্রে জোরালো দাবিদার তিনি ৷ অর্জুন মুন্ডা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী ৷ বাবা শিবু সোরেন যেভাবে লোকজনের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখেন ঠিক তেমনিই হেমন্ত সোরেনও সেভাবেই কাজ করেন ৷ আদিবাসীরা মদের নেসায় জীবন কাটিয়ে সমস্ত কিছু নষ্ট করে ফেলে, এই বিষয়টিকে পরিবর্তিত করে রাজ্যের অর্থনীতিতে এদের সক্রিয়ভাবে কাজে লাগাতে চান হেমন্ত সোরেন ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Result 2019: মুখ্যমন্ত্রী পদের দাবিদার হেমন্ত সোরেনে ভরসা রাখাই তুরুপের তাস কংগ্রেসের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement