২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত, ২০১৯ -র শেষ ODI তে যে নজির গড়লেন হিটম্যান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রোহিত শর্মার নয়া নজির
#কটক: রোহিত শর্মার নয়া নজির ৷ বছরের শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন ৷ শেষটাও করলেন দারুণ স্টাইলে ৷ ভেঙে দিলেন প্রায় দু'দশকের পুরনো রেকর্ড ৷ এদিন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার আগে সনৎ জয়সূর্যর ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙার জন্য তার দরকার ছিল ৯ রান ৷ এক বছরে ওপেনার হিসাবে সর্বোচ্চ রানের মালিক হলেন হিটম্যান ৷ ODI ওপেনার হিসাবে সর্বোচ্চ রান এর আগে ছিল শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যের ৷
সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন রোহিত ৷ ওডিআই ওপেনার হিসাবে জয়সূর্যের রান ছিল ২৩৮৭ , আর রোহিত বছর শেষ করলেন ঝুলিতে
২৪৪১ রান নিয়ে ৷ বারাবাটি স্টেডিয়ামে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিত ৬৩ বলে ৬৩ রান করেন রোহিত ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫৯ রানের ইনিংস খেলে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন রোহিত শর্মা ৷ আর এদিন আরও রান যোগ করে নিজের প্রথম স্থান মজবুত করার পাশাপাশি মাতারা ড্যাশারের এত বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ৷
advertisement
advertisement
Rohit Sharma's great run of form continues as he notches up yet another FIFTY in ODIs.
Live - https://t.co/kK8v4xbyB7 #INDvWI pic.twitter.com/GLNdxFz9Hq — BCCI (@BCCI) December 22, 2019
এদিকে এদিনের ম্যাচে রোহিতের রেকর্ডের পাশাপাশি ভারত ওয়েস্টইন্ডিজকে হারিয়ে টানা ১০ টি সিরিজ জয়েক কৃতিত্ব অর্জন করে ৷ ৮ বল আর ৪ উইকেট হাতে থাকতেই কটকে ম্যাচ জয় টিম ইন্ডিয়ার ৷ আর এরই জেরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২-১ একদিনের ,সিরিজ জিতে নিল কোহলি এন্ড কোং৷এদিনের ম্যাচে ভারতীয় ইনিংসে চমৎকার শুরুটা করেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও কেএল রাহুল ৷ প্রথম উইকেটে এই জুটি তোলে ১২২ রান ৷ কিন্তু এরপরেই রোহিত ৬৩ বলে ৬৩ রান করে আউট হওয়ার পর , রাহুল ৭৯ বলে ৭৭ রান করেন ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2019 11:26 PM IST