২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত, ২০১৯ -র শেষ ODI তে যে নজির গড়লেন হিটম্যান

Last Updated:

রোহিত শর্মার নয়া নজির

#কটক:  রোহিত শর্মার নয়া নজির ৷ বছরের শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন ৷ শেষটাও করলেন দারুণ স্টাইলে ৷ ভেঙে দিলেন প্রায় দু'দশকের পুরনো রেকর্ড ৷ এদিন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার আগে সনৎ জয়সূর্যর ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙার জন্য তার দরকার ছিল ৯ রান ৷ এক বছরে ওপেনার হিসাবে সর্বোচ্চ রানের মালিক হলেন হিটম্যান ৷ ODI ওপেনার হিসাবে সর্বোচ্চ রান এর আগে ছিল শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যের ৷
সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন রোহিত ৷ ওডিআই ওপেনার হিসাবে জয়সূর্যের রান ছিল ২৩৮৭ , আর রোহিত বছর শেষ করলেন ঝুলিতে
২৪৪১ রান নিয়ে ৷ বারাবাটি স্টেডিয়ামে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিত ৬৩ বলে ৬৩ রান করেন রোহিত ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৫৯ রানের ইনিংস  খেলে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন রোহিত শর্মা ৷ আর এদিন আরও রান যোগ করে নিজের প্রথম স্থান মজবুত করার পাশাপাশি মাতারা ড্যাশারের এত বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ৷
advertisement
advertisement
এদিকে এদিনের ম্যাচে রোহিতের রেকর্ডের পাশাপাশি ভারত ওয়েস্টইন্ডিজকে হারিয়ে টানা ১০ টি সিরিজ জয়েক কৃতিত্ব অর্জন করে ৷ ৮ বল আর ৪ উইকেট হাতে থাকতেই কটকে ম্যাচ জয় টিম ইন্ডিয়ার ৷ আর এরই জেরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২-১ একদিনের ,সিরিজ জিতে নিল কোহলি এন্ড কোং৷এদিনের ম্যাচে ভারতীয় ইনিংসে চমৎকার শুরুটা করেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও কেএল রাহুল ৷ প্রথম উইকেটে এই জুটি তোলে ১২২ রান ৷ কিন্তু এরপরেই রোহিত ৬৩ বলে ৬৩ রান করে আউট হওয়ার পর , রাহুল ৭৯ বলে ৭৭ রান করেন ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত, ২০১৯ -র শেষ ODI তে যে নজির গড়লেন হিটম্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement