Jharkhand Crisis: ইস্তফা দিতে পারেন হেমন্ত সোরেন, সঙ্কট বাড়ছে ঝাড়খণ্ডে! আজই হতে পারে বড় সিদ্ধান্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে বিধায়ক হিসেবে হেমন্ত সোরেনের অপসারণ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
#কলকাতা: ঝাড়খণ্ডে বড়সড় রাজনৈতিক সঙ্কটের সম্ভাবনা ক্রমশই প্রকট হচ্ছে৷ সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ফের নতুন করে সরকার গঠনের দাবি জানাতে পারেন তিনি৷
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে বিধায়ক হিসেবে হেমন্ত সোরেনের অপসারণ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ আজ বিকেলেই রাজ্যপাল রমেশ ব্যাসের সঙ্গে দেখা করবেন জেএমএম-কংগ্রেস জোটের নেতারা৷ মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন৷ তার পরেই ছবিটা পরিষ্কার হতে পারে৷
advertisement
advertisement
নিজের নামে খনি লিজ দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী সোরেনের বিধায়ক পদ খারিজের দাবি তোলে৷ অভিযোগ খতিয়ে দেখে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের পক্ষেই সুপারিশ করে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের সেই সুপারিশ জমা পড়ে রাজ্যপােলর কাছে৷ রাজ্যপালও তাতে সম্মতি জানিয়েছেন বলে খবর৷
এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও বিজেপি জেএমএম কংগ্রেস বিধায়কদের দলে টানার চেষ্টা করতে পারে বলে শাসক জোেটর আশঙ্কা৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ৩২ জন বিধায়ককে ছত্তীসগড়ের রায়পুরে উড়িয়ে নিয়ে যায় জেএমএম, কংগ্রেস এবং আরজেডি৷ এরই মধ্যে আবার দুমকায় এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় চাপে পড়েছে সোরেন সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 3:02 PM IST