১১ বছর বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ ! এখন অন্য কেউ নয়, ফাঁকাই রাখা হল আসনটি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কানাঘুষো শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর পাশের আসনটি পেতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আপাতত তেমনটি হচ্ছে না!
#কলকাতা: ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, সেই তখন থেকেই, বিগত একক দশকেরও বেশি সময় ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি বরাদ্দ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। গত ১১ বছর সেখানেই বসেছেন বর্তমানে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে পার্থ জেলবন্দি! জল্পনা ছিল, এবার বোধহয় মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসবেন ফিরাহাদ হাকিম! কিন্তু না! সেপ্টেম্বরের স্বল্পকালীন অধিবেশনে ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না। মন্ত্রিসভার সর্বশেষ রদবদলের পর বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে। সেই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি কারও জন্য বরাদ্দ হয়নি।
রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে পরিষদীয় দফতরের দায়িত্বেও ছিলেন পার্থ। তাই কাজের সুবিধার জন্যই তাঁকে মুখ্যমন্ত্রীর পাশের আসনটি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি যখন মন্ত্রিসভাতেই নেই, তাই তাঁর আর মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসার কোনও মানে নেই। কানাঘুষো শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর পাশের আসনটি পেতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আপাতত তেমনটি হচ্ছে না!
advertisement
advertisement
অন্যদিকে, হাজার চেষ্টা করেও শেষরক্ষা হল না! মিলল না জামিন! পার্থের কাকুতি-মিনতি-তে 'গলল না' আদালত! নাকোচ হল জামিনের আর্জি!Partha Chatterjee আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতে অর্পিতাও।
advertisement
বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হয় আদালতে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন পার্থ এবং অর্পিতা দু’জনেই। টানা ৪২ দিন বাড়ির বাইরে প্রাক্তন মন্ত্রী, তার মধ্যে গত ২৬ দিন কেটেছে জেলে। বুধবার আইনজীবীদের মাধ্যমে পার্থের আবেদন, তিনি যে-কোনও মূল্যে জামিন চান। পার্থের ভাষায়, '' ‘‘আমি অসুস্থ। আমি প্রভাবশালীও নেই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 2:10 PM IST