হাতে হাত, নতুন সংকল্প শোভন-বৈশাখীর! যুগলের গণেশ পুজোর ছবি এখন চর্চায়

Last Updated:
Sovan-Baishakhi house Ganesh Puja 2022 Glimpse: বাড়ির প্রথম গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এ বারেও রঙ মেলানো পোশাকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়
1/11
*বাড়ির প্রথম গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এ বারেও রঙ মেলানো পোশাকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারকা দম্পতিদের বলে বলে গোল দিয়েছেন। সকাল থেকে তাঁদের নিয়েই চর্চায় মুখর নেটদুনিয়া।
*বাড়ির প্রথম গণেশ পুজো উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এ বারেও রঙ মেলানো পোশাকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারকা দম্পতিদের বলে বলে গোল দিয়েছেন। সকাল থেকে তাঁদের নিয়েই চর্চায় মুখর নেটদুনিয়া।
advertisement
2/11
*গণেশ পুজোয় একে অপরের হাতে হাত রেখে সংকল্প করেছেন। একে অপরকে মিষ্টিমুখও করিয়েছেন। সেই সব ছবি জ্বলজ্বল করছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
*গণেশ পুজোয় একে অপরের হাতে হাত রেখে সংকল্প করেছেন। একে অপরকে মিষ্টিমুখও করিয়েছেন। সেই সব ছবি জ্বলজ্বল করছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
advertisement
3/11
*এ দিন শোভন-বৈশাখীর সঙ্গে রঙ ইলিয়ে পোশাক পরেছিল একমাত্র কন্যা মহুলও। মায়ের মতো সেও এ সিন পরেছিল লাল পাড় সবুজ শাড়ি। মায়ের মতো মেয়েও সেজেছিল গয়নায়।
*এ দিন শোভন-বৈশাখীর সঙ্গে রঙ ইলিয়ে পোশাক পরেছিল একমাত্র কন্যা মহুলও। মায়ের মতো সেও এ সিন পরেছিল লাল পাড় সবুজ শাড়ি। মায়ের মতো মেয়েও সেজেছিল গয়নায়।
advertisement
4/11
*এ দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন লাল পাড়ের সবুজ দক্ষিণ ভারতীয় ভারী সিল্ক। সঙ্গে লাল ব্লাউজ। হাতে, কানে, গলায় ছিল ভারী সোনার গয়না। সাবেকী আটপৌড়ে শাড়ির আঁচল দিয়ে ঢেকেছিলেন মাথা।
*এ দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন লাল পাড়ের সবুজ দক্ষিণ ভারতীয় ভারী সিল্ক। সঙ্গে লাল ব্লাউজ। হাতে, কানে, গলায় ছিল ভারী সোনার গয়না। সাবেকী আটপৌড়ে শাড়ির আঁচল দিয়ে ঢেকেছিলেন মাথা।
advertisement
5/11
*শোভন চট্টোপাধ্যায় পরেছিলেন গাড় সবুজ রঙা পাঞ্জাবি এবং সবুজ পারের বেজ রঙা ধুতি। পাঞ্জাবিতে ছিল সোনার ব্রোচ।
*শোভন চট্টোপাধ্যায় পরেছিলেন গাড় সবুজ রঙা পাঞ্জাবি এবং সবুজ পারের বেজ রঙা ধুতি। পাঞ্জাবিতে ছিল সোনার ব্রোচ।
advertisement
6/11
*পুজোর পরে শোভনের হাতে গণপতির প্রসাদ লাড্ডু তুলে দেওয়ার ছবি দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ছবির মধ্যে।
*পুজোর পরে শোভনের হাতে গণপতির প্রসাদ লাড্ডু তুলে দেওয়ার ছবি দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ছবির মধ্যে।
advertisement
7/11
*পুজোর পায়েস হাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*পুজোর পায়েস হাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
8/11
*বাড়ির প্রথম গণেশ পুজোয় গণপতি বাপ্পার সঙ্গে ছোট্ট মহুল।
*বাড়ির প্রথম গণেশ পুজোয় গণপতি বাপ্পার সঙ্গে ছোট্ট মহুল।
advertisement
9/11
*শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গণেশ পুজোর সাজসজ্জা।
*শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গণেশ পুজোর সাজসজ্জা।
advertisement
10/11
*গণেশ পুজোর আরতিরর সময়ে মেয়ের সঙ্গে বাবা-মা।
*গণেশ পুজোর আরতিরর সময়ে মেয়ের সঙ্গে বাবা-মা।
advertisement
11/11
*গণেশকে লাড্ডু দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
*গণেশকে লাড্ডু দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement