Jharkhand assembly election results 2024: ঝাড়খণ্ডে ঘুরে দাঁড়াল ইন্ডিয়া, পিছিয়ে গেল এনডিএ! শেষ হাসি হাসবে কে?

Last Updated:

Jharkhand assembly election results 2024: ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং জেএমএম-কংগ্রেস জোটের মধ‍্যে হাড্ডাহাড্ডি লড়াই।

ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে গেল ইন্ডিয়া জোট
ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে গেল ইন্ডিয়া জোট
কলকাতা: শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা। সকাল থেকেই দেশবাসীর চোখ আটকে ফলাফলে। ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং জেএমএম-কংগ্রেস জোটের মধ‍্যে হাড্ডাহাড্ডি লড়াই। ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷ এখনও পর্যন্ত ফলাফলে সামান‍্য এগিয়ে বিজেপি জোট। ১৫ আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ইন্ডিয়া ব্লক এগিয়ে ১৪ আসনে।
অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে লড়াই৷ সরকার গড়ার জন্য ঝাড়খণ্ডে চাই ৪১টি আসন৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য ঝাড়খণ্ডে বিজেপি জোটকেই এগিয়ে রেখেছে৷ তবে কয়েকদিন আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এরপর ইভিএমে দেওয়া ভোট গণনা করা হবে। গণনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
ঝাড়খণ্ডের ৮১ আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়। গত ১৩ নভেম্বর এই প্রথম দফার ভোট হয়। বাকি ৩৮ টি আসনে ভোট গ্রহণ হয়েছে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে সম্মানের লড়াই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়েছেন তিনি৷ ক্ষমতা ধরে রাখাটা তাই হেমন্ত সোরেনের কাছে সম্মানের লড়াই৷ যদিও বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে বিজেপি জোটকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand assembly election results 2024: ঝাড়খণ্ডে ঘুরে দাঁড়াল ইন্ডিয়া, পিছিয়ে গেল এনডিএ! শেষ হাসি হাসবে কে?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement