JEE Advanced 2020: প্রকাশিত রেজাল্ট, প্রথম পুনের চিরাগ ফ্যালর

Last Updated:

এবারে এই পরীক্ষায় মহিলাদের সাফল্যের হার ১৫.৫২ শতাংশ ৷ পাশ করেছেন মাত্র ৬৭০৭ জন মহিলা ৷

#নয়াদিল্লি: প্রকাশিত হল Joint Entrance Examination (JEE) Advanced 2020-এর ফলাফল। সোমবার সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি দিল্লি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জেইই অ্যাডভান্স পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে ৷ সমস্ত সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ এই পরীক্ষায় উত্তীর্ণরা শুধু আইআইটি নয়, IISc, IISER ইত্যাদি প্রতিষ্ঠানেও ভর্তির সুযোগ পাবেন ৷
জানা গিয়েছে, চলতি বছরে স্কোরকার্ড লিস্ট অনুযায়ী প্রথম হয়েছেন পুনের চিরাগ ফ্যালর ৷ সার্বিক স্কোরে সবার মধ্যে ১৭ তম কনিষ্কা মিত্তল, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ৷ ৩৯৬ নম্বরে চিরাগ পেয়েছে ৩৫২ এবং কনিষ্কা পেয়েছে ৩১৫। দেড় লাখ পরীক্ষার্থীদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৩,২০৪ জন ৷ এবারে এই পরীক্ষায় মহিলাদের সাফল্যের হার ১৫.৫২ শতাংশ ৷ পাশ করেছেন মাত্র ৬৭০৭ জন মহিলা ৷
advertisement
অনলাইনে পরীক্ষার রেজাল্ট দেখতে লগইন করতে হবে jeeadv.nic.in ওয়েবসাইটে। এরপর ‘JEE Advanced Result 2020’ লিংকে ক্লিক করে যে তথ্যগুলি চাইছে তা পূরণ করতে হবে ৷ এরপর সবটা সাবমিট করলেই পরীক্ষার্থীর JEE Advanced 2020 রেজাল্ট স্ক্রিনে দেখাবে ৷ দরকার পড়লে রেজাল্টটা ডাউনলোডও করে নিতে পারবেন ৷
advertisement
করোনা আবহে গত ২৭ সেপ্টেম্বর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এই (JEE) Advanced 2020 পরীক্ষায় বসেন ৷ মোট ২২২ শহরে ১০০১টি পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
JEE Advanced 2020: প্রকাশিত রেজাল্ট, প্রথম পুনের চিরাগ ফ্যালর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement