এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস
Last Updated:
মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷
#চণ্ডীগড়: মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷
advertisement
এই গ্রামে আজও খাপ পঞ্চায়েতের নির্দেশেই চলে ৷ মোড়লই গ্রামের সমস্ত সিদ্ধান্ত নেন ৷ গত কয়েকবছরে একাধিক প্রেমিক যুগল গ্রাম ছেড়েছেন ৷ আর গ্রাম ছাড়ার কারণ নাকি মহিলাদের পোশাক আর মোবাইল ব্যবহার ৷ তাই মোবাইল কিংবা জিনস নিষিদ্ধ করলেই এই সমস্যার সহজ সমাধান হবে বলে মনে করেন তিনি ৷ গ্রামকে সঠিকভাবে চালনার জন্য তার এই মানসিকতাতেই যথেষ্ট ক্ষুব্ধ গ্রামের মেয়েরা ৷ তাদের দাবি, এখনকার যুগে মোবাইল ব্যবহার বিশেষ প্রয়োজন ৷ এমনকী, জিনস না পরলেই কি সমস্যার সমাধান হবে ? এই বিষয়টি নিয়েও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে ৷ তাই অবিলম্বে এই নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করেছেন৷
advertisement
কিন্তু গ্রামের মোড়লের যুক্তি এই নয়া নিয়মে গ্রামের অবস্থা এখন অনেকটাই ভাল ৷ গত বছরই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ৷ এরপরই গ্রামে রীতিমত সভা বসিয়ে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় মোড়লের নেতৃত্বেই ৷ যার ফল হাতে নাতে মিলেছে বলে দাবি করলেন তিনি ৷
advertisement
তবে, গ্রামের মহিলারা মোড়লের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ঠিকই ৷ কিন্তু তারা খাপ পঞ্চায়েতের ভয়েই এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন ৷ ট্র্যাডিশনাল পোশাক ছাড়া তারা রাস্তায় বেরোন না ৷ কিন্তু অবিলম্বে গ্রামের মোড়লের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন গ্রামের মেয়েরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 11:31 AM IST