এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস

Last Updated:

মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷

#চণ্ডীগড়: মোবাইল কিংবা জিনস ৷ মহিলাদের জন্য একেবারে নৈব নৈব চ ! হরিয়ানার রোহতকের ইশাপুর খেরি গ্রামে এমনই এক নিদান জারি করেছে খাপ পঞ্চায়েত ৷
advertisement
এই গ্রামে আজও খাপ পঞ্চায়েতের নির্দেশেই চলে ৷ মোড়লই গ্রামের সমস্ত সিদ্ধান্ত নেন ৷ গত কয়েকবছরে একাধিক প্রেমিক যুগল গ্রাম ছেড়েছেন ৷ আর গ্রাম ছাড়ার কারণ নাকি মহিলাদের পোশাক আর মোবাইল ব্যবহার ৷ তাই মোবাইল কিংবা জিনস নিষিদ্ধ করলেই এই সমস্যার সহজ সমাধান হবে বলে মনে করেন তিনি ৷ গ্রামকে সঠিকভাবে চালনার জন্য তার এই মানসিকতাতেই যথেষ্ট ক্ষুব্ধ গ্রামের মেয়েরা ৷ তাদের দাবি, এখনকার যুগে মোবাইল ব্যবহার বিশেষ প্রয়োজন ৷ এমনকী, জিনস না পরলেই কি সমস্যার সমাধান হবে ? এই বিষয়টি নিয়েও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে ৷ তাই অবিলম্বে এই নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করেছেন৷
advertisement
কিন্তু গ্রামের মোড়লের যুক্তি এই নয়া নিয়মে গ্রামের অবস্থা এখন অনেকটাই ভাল ৷ গত বছরই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ৷ এরপরই গ্রামে রীতিমত সভা বসিয়ে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় মোড়লের নেতৃত্বেই ৷ যার ফল হাতে নাতে মিলেছে বলে দাবি করলেন তিনি ৷
advertisement
তবে, গ্রামের মহিলারা মোড়লের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ঠিকই ৷ কিন্তু তারা খাপ পঞ্চায়েতের ভয়েই এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন ৷ ট্র্যাডিশনাল পোশাক ছাড়া তারা রাস্তায় বেরোন না ৷ কিন্তু অবিলম্বে গ্রামের মোড়লের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন গ্রামের মেয়েরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এই গ্রামে আজও মহিলাদের জন্য নিষিদ্ধ মোবাইল আর জিনস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement