Jawhar Sircar : স্ত্রীর জন্মদিনের সেরা উপহার! বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন জহর সরকার...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jawhar Sircar : এদিন দুপুর তিনটের পর বিধানসভার সচিবের সঙ্গে দেখা করেন জহর সরকার। বিধানসভার সচিব জহর সরকারের হাতে সার্টিফিকেট তুলে দেন।
#কলকাতা: তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে সোমবার কোনওরকম প্রতিদ্বন্দ্বিতায় ছাড়াই বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন জহর সরকার। এদিনই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ দিন। কিন্তু বিজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার ( Jawhar Sircar)। ঘটনাচক্রে এদিনই ছিল জহর বাবুর স্ত্রীর জন্মদিন। তাই রাজ্যসভায় জয়ী হয়ে একপ্রকার স্ত্রীকে তাঁর জন্মদিনের উপহার দিলেন প্রাক্তন আইএএস। তাই দিনটির তাৎপর্য যে আরও কয়েকগুন বেড়ে গেল সে কথা বলাই বাহুল্য।
দুপুর তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এদিন দুপুর তিনটের পর বিধানসভার সচিবের সঙ্গে দেখা করেন জহর সরকার। বিধানসভার সচিব জহর সরকারের হাতে সার্টিফিকেট তুলে দেন। রাতেই দিল্লি যাচ্ছেন জহর সরকার। বাদল অধিবেশনেই রাজ্যসভায় যোগ দেওয়ার সম্ভাবনা। এর আগে, বুধবার বিধানসভার সচিবের ঘরে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন আইএএস ও প্রসারভারতীর প্রাক্তন সিইও। সঙ্গে ছিলেন, তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।
advertisement
নির্বাচিত হওয়ার পর প্রাক্তন বাঙালি আইএএস আধিকারিক জানান, “কেন্দ্র সরকারের ত্রুটি, সমালোচনার আরও একটি সুবর্ণ সুযোগ পেলাম। যাঁকে নিয়ে এত সমস্যা এবার তাঁকে সামনে পাব।” একইসঙ্গে এদিন ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার নিন্দাও করেন জহর সরকার। অনুষ্ঠানকিভাবে শংসাপত্র হাতে পেলেও জহরবাবু কবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নেবেন তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার (Rajya Sabha MP) এই আসনটি ছেড়েছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। তার পর থেকে ফাঁকাই পড়েছিল আসনটি। মনে করা হচ্ছিল, দীনেশের জায়গায় মুকুল রায় বা যশবন্ত সিনহার মতো কোনও পোড়খাওয়া রাজনীতিবিদকে প্রার্থী করবেন মমতা (Mamata Banerjee)। বিশেষ করে ভেসে আসছিল যশবন্ত সিনহার নাম। বাজপেয়ী জমানার প্রাক্তন অর্থমন্ত্রী কঠিন সময়ে মমতার পাশে ছিলেন। একুশের বিধানসভার আগে এরাজ্যের শাসকদলে যোগ দেন তিনি। লড়াইয়ে ছিলেন সদ্য তৃণমূলে প্রত্যাবর্তন করা মুকুল রায়ও (Mukul Roy)। কিন্তু তা হয়নি। বরং প্রসার ভারতীর প্রাক্তন সিইওকে মনোনয়ন দেয় তৃণমূল। কিন্তু তার বিরোধিতায় বিজেপি কোনও প্রার্থী না দেওয়ায় কোনওরকম চ্যালেঞ্জ ছাড়াই এই পদে জয়লাভ করলেন জহর সরকার।
advertisement
অরূপ দত্ত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 12:04 AM IST