রাষ্ট্রপতি ভবনে নয়া কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ

Last Updated:

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে শুরু হয় নয়া কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ ৷ হাইকম্যান্ডের ফোন পেয়ে ইতিমধ্যেই দিল্লিতে হাজির বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদরা। আজ সকাল ১১ টায় নতুন মন্ত্রীরা শপথ নেন ।

#নয়াদিল্লি: মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ১৯ জন নয়া কেন্দ্রীয় মন্ত্রী ৷ এদিনেসকাল ১১ টায় নতুন মন্ত্রীরা শপথ গ্রহন শুরু হয় ।
নতুন মন্ত্রী হলেন যারা-
১. বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷ফগন সিং কুলস্তে
advertisement
২. মন্ত্রী পদে শপথ এস এস আলুওয়ালিয়ার ৷ বাংলার দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী আলুওয়ালিয়া
 ৩.রমেশ জিগাজিনাগি
৪.  বিজয় গোয়েল
৫. দলিত নেতা রামদাস আঠাওয়ালে
advertisement
৬. রাজেন গোহেন
৭. অনিল দাভে
৮. পুরুষোত্তম রুপালা
৯. এম জে আকবরের
১০ মন্ত্রী পদে শপথ অর্জুন মেঘওয়ালের
১১. যশবন্ত সিং ভাবোরের
১২. মহেন্দ্র নাথ পান্ডে
advertisement
১৩. অজয় তামতার
১৪. কৃষ্ণা রাজের
১৫. মনসুখভাই মান্দাভিয়া
১৬. অনুপ্রিয়া পটেলের
১৭. সি আর চৌধুরি 
১৮. পি পি চৌধুরির   
রদবদলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ থেকে ১৩ জন ৷ ২০ বছরে প্রথমবার উত্তরপ্রদেশ থেকে ১৩ জন মন্ত্রী হয়েছেন ৷
advertisement
রাজ্যগুলির পরবর্তী বিধানসভা নির্বাচন এখন মোদি সরকারের কাছে ‘পাখির চোখ’ ৷ সেই নির্বাচনের জন্যই মন্ত্রীসভা সম্প্রসারণ ও রদবদল করছে শাসকদল ৷ আসন্ন নির্বাচনে কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় যোগ হয়েছেন একাধিক মুখ বলে ভাবছেন ওয়াকিবহল মহল ৷
বর্তমান মন্ত্রীসভায় রয়েছেন মোট ৬৬জন মন্ত্রী ৷ সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ ৮২জন মন্ত্রীকে নিয়ে গড়া যেতে পারে মন্ত্রীসভা ৷ গত কয়েকমাস ধরেই মন্ত্রীসভার বদল নিয়ে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে জোরদার আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
অন্যদিকে ইস্তফা দিয়েছেন যে ৬ ক্যাবিনেট মন্ত্রী তারা হলেন-নিহালচন্দ মেঘওয়াল, রামশঙ্কর কঠেরিয়া, সাওয়ারলাল জঠ, মনসুখ বাসাবার , মোহন কুণ্ডরিয়া, জিএন সিদ্ধেশ্বরা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি ভবনে নয়া কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement