কাশ্মীর উপত্যকা : ধান চাষে না প্রশাসনের
Last Updated:
যদিও কাশ্মীরের এক বিশাল অংশ জুড়ে বসন্তে ও প্রাক গ্রীষ্মের বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়েছে ।
#কাশ্মীর: যদিও কাশ্মীরের এক বিশাল অংশ জুড়ে বসন্তে ও প্রাক গ্রীষ্মের বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়েছে । কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারির শুকনো পরিস্থিতির জন্য জলতল বেশ কিছুটা নিচে নেমে যায় ।
উপত্যকা অঞ্চলও জল সংকটের শিকার । প্রশাসন বেশির ভাগ অংশেই কৃষকদের নির্দেশ দিয়েছে ধান চাষ না করতে । জল সংকট হওয়াতেই প্রশাসন জানায় এই মুহূর্তে এমন চাষবাস না করলেই ভাল হয় যে চাষে বেশি পরিমাণে জলের দরকার হয় ।
গত মাসেই সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এক নির্দেশিকায় কাশ্মীরের উত্তরের কৃষকদের বলা হয়েছে এই বছরে এমন কোনও ফসলের চাষ করতে যার জন্য একটু বেশি পরিমাণে জল লাগে । পরিবর্তে ডাল, বা নগদ শস্যের চাষ করতে যাতে কম পরিমাণে জল লাগে ।
advertisement
advertisement
কাশ্মীরের কৃষি বিভাগ অভিকর্তা জানান শীতকালে বৃষ্টিপাত না হওয়ায় জলের স্তর অনেক নিচুতে । তবে এখন মরসুমের শুরু তাই কোনও কিছু দুশ্চিন্তা করার কিছু নেই, এবার স্বাভাবিক বৃষ্টিপাত হবে । বৃষ্টিপাতের ঘাটতিও মিটে যাবে ।
বেশ কিছু কৃষক ভয় করছেন খরা হলে কী করবেন । বেশির ভাগ চাষি বৃষ্টির জলের ওপর নির্ভর করেই কৃষিকাজ করেন, সেই ভাবেই সারা বছরের পরিকল্পনা করেন । পরে ফসল জলসেচ করতে, তারা জল প্রবাহ থেকে জল ব্যবহার করবে ।
advertisement
কাশ্মীরের উপত্যকার কৃষকরা বিশ্বাস করে শুধুমাত্র ধানই ফলাতে পারে বা পরিবেশ ধান চাষের অনুকূল । ধান ছাড়া অন্য কোনও নগদ শস্য ধানের বিকল্প হতে পারে না ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2018 7:48 PM IST