Jammu and Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার NIA,'হামলাকারীদের যোগ্য জবাব' হুশিয়ারি অমিত শাহের

Last Updated:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। এই হামলার এবার তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যেই চার সদস্যের তদন্তকারী দল কাশ্মীরের গান্ধেরবাল জেলায় পৌঁছে গিয়েছে। রবিবার সন্ধ্যায় সেখানেই এক ডাক্তার-সহ ছয় জন নির্মাণকর্মীকে হত্যা করা হয়।

ফাইল ছবি
ফাইল ছবি
শ্রীনগর:২১ অক্টোবর: জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। এই হামলার এবার তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যেই চার সদস্যের তদন্তকারী দল কাশ্মীরের গান্ধেরবাল জেলায় পৌঁছে গিয়েছে। রবিবার সন্ধ্যায় সেখানেই এক ডাক্তার-সহ ছয় জন নির্মাণকর্মীকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্তভার গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, এবং এনআইএ-য়ের পুলিশ সুপার র‍্যাঙ্কের আধিকারিক এই তদন্তে জম্মু-কাশ্মীর পুলিশকে সাহায্য করবে।
সূত্রের খবর,: জম্মু ও কাশ্মীরের গান্ধেরবালে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন। এই সংগঠনটির নাম ‘দ্য রেজিসটেন্স ফ্রন্ট বা সংক্ষেপে (টিআরএফ)’।
advertisement
advertisement
এই টিআরএফের প্রধান শেখ সাজ্জিদ গুল ঘটনার মূলচক্রী। দেড় বছরেরও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরের মাটিতে সক্রিয় টিআরএফ জঙ্গি সংগঠনটি।।
সূত্রের খবর, গত এক মাস ধরে গান্ধেরবালে এই হামলার পরিকল্পনা চালাচ্ছিল সংগঠনটি। উল্লেখ্য, এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সদ্যই গঠন করা হয়েছে নতুন সরকার। তার কিছু দিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
advertisement
প্রসঙ্গত, রবিবার জম্মু ও কাশ্মীরের গান্ধেরবাল জেলার সোনমার্গে একটি নির্মীয়মাণ টানেল চত্বরে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় এক চিকিৎসক এবং ছ’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ‘জেড-মোড়’ টানেল চত্বরে কাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। আচমকা সেখানে হানা দেয় দুই জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শ্রমিক। জখমদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চার শ্রমিক ও এক চিকিৎসকের মৃত্যু হয়।
advertisement
উল্লেখ্য, ‘জেড-মোড়’ টানেল তৈরি হলে মধ্য কাশ্মীরের গান্ধেরবাল জেলার দুই প্রান্ত সোনমার্গ ও গগনগীর যুক্ত হয়ে যাবে। সেই কাজে বাধা দিতেই জঙ্গিরা হামলা চালায় বলে মনে করা হচ্ছে। বর্তমানে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
advertisement
এই হামলার কড়া নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ”এটা কাপুরুষোচিত আচরণ। যারা এই হামলা চালিয়েছে, তাঁদের যোগ্য জবাব দেবে আমাদের বাহিনী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।”
advertisement
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ঘটনার নিন্দা করে বলেন, ”অত্যন্ত দুঃখজনক ঘটনা। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাণকাজের সঙ্গে ওই শ্রমিকরা যুক্ত ছিলেন। যেভাবে নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা চালানো হল, তা মেনে নেওয়া যায় না।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার NIA,'হামলাকারীদের যোগ্য জবাব' হুশিয়ারি অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement