Jammu Kashmir Terrorist Attack: ডাক্তার পরিযায়ী শ্রমিকের মৃত্যু! জম্মু-কাশ্মীরে নৃশংস জঙ্গি হানা, নিন্দায় সরব ওমর আবদুল্লা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jammu Kashmir Terrorist Attack: ফের রক্তাক্ত ভূস্বর্গ। ভয়াবহ জঙ্গি হামলায় সোনমার্গে চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক-সহ কমপক্ষে ৭ জনের মৃত্যু। নৃশংস জঙ্গি হামলার নিন্দায় সোচ্চার হলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
শ্রীনগর : ফের রক্তাক্ত ভূস্বর্গ। ভয়াবহ জঙ্গি হামলায় সোনমার্গে চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক-সহ কমপক্ষে ৭ জনের মৃত্যু। নৃশংস জঙ্গি হামলার নিন্দায় সোচ্চার হলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি এদিন লেখেন, “সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর এই কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক।”
রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার শ্রীনগর-লেহ জাতীয় সড়কে সন্ত্রাসবাদীরা একটি টানেল নির্মাণস্থলে হামলা চালায়। ঘটনায় একজন ডাক্তার এবং ছয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা।
advertisement
advertisement
ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরস্ত্র সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
The casualty figure from the Gagangir attack is not final as there are a number of injured labourers, both local & non-local. Praying that the injured make a full recovery as the more seriously injured are being referred to SKIMS, Srinagar.
— Omar Abdullah (@OmarAbdullah) October 20, 2024
advertisement
সন্ত্রাসবাদীরা একটি বেসরকারী কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায় বলে খবর। ওইসময় তাঁরা গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন জেড-মোহর টানেলে কাজ করছিলেন, যা গগনীরকে মধ্য কাশ্মীরের গান্ডারবাল জেলার সোনামার্গের সঙ্গে সংযুক্ত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 9:45 AM IST