India Pakistan Tension: নাগাড়ে চলছে গোলাবর্ষণ ! রাজৌরিতে পাক গোলায় নিহত সরকারি আধিকারিক
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
J&K Govt Official Killed In Rajouri: রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে।
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে লাগাতার চলছে গোলাবর্ষণ ৷ পাকিস্তানের হামলায় রাজৌরিতে এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এছাড়া রাজৌরিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷
শনিবার ভোর ৫টা থেকেই রাজৌরিতে ভারী গোলাবর্ষণ শুরু হয় ৷ তার কিছুক্ষণের মধ্যেই রাজকুমার থাপার মৃত্যুর খবর পাওয়া যায় ৷ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক ভাল অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’
advertisement
ভারতও পাল্টা এর জবাব দিয়েছে, সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, পাকিস্তানের অন্তত ৩টি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত।
advertisement

advertisement
বৃহস্পতিবারের পরে শুক্রবারও ফের বিনা প্ররোচনায় ভারতে হামলা চালাল পাক সেনা। শুক্রবার বাড়তেই ফের ভারতের তিন জায়গায় হামলা চালায় পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু, সাম্বা এবং পাঠানকোটে ড্রোন হামলা চালিয়েছে পাক সেনা।
জানা যায়, পঞ্জাবের ফিরোজপুরের খাই গ্রামে পাকিস্তানি ড্রোন হামলার ফলে একটি বাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ৩ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানি ড্রোন হামলায় বহু গাড়িও আগুনে জ্বলে পুড়ে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Srinagar,Jammu and Kashmir
First Published :
May 10, 2025 7:48 AM IST










